Car Industries

কেন্দ্রকে তির রাহুলের

সম্প্রতি গাড়ি ও মোবাইল ফোন শিল্পের বিভিন্ন তথ্যে স্পষ্ট, এই দুই ক্ষেত্র কিছুটা ধাক্কা খেয়েছে। রাহুল লিখেছেন, পরিসংখ্যান কখনও মিথ্যা বলে না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ০৮:১১
Share:

গাড়ি এবং মোবাইল ফোনের বাজারের অবস্থা নিয়ে কেন্দ্রের উদ্দেশে সমালোচনার তির আরও তীক্ষ্ণ করল কংগ্রেস। —প্রতীকী চিত্র।

মূল্যবৃদ্ধি, জীবনযাপনের খরচ এবং আর্থিক বৈষম্য নিয়ে মোদী সরকারকে অনেক দিন ধরেই আক্রমণ করে আসছেন বিরোধীরা। সম্প্রতি সেই আক্রমণ আরও ধারালো হয়েছে প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) কমাকে কেন্দ্র করে। এ বার গাড়ি এবং মোবাইল ফোনের বাজারের অবস্থা নিয়ে কেন্দ্রের উদ্দেশে সমালোচনার তির আরও তীক্ষ্ণ করল কংগ্রেস। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে হিন্দিতে এই সংক্রান্ত বক্তব্য পোস্ট করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য, জাতীয় অর্থনীতি এমন হতে হবে, যা সমস্ত দেশবাসীর হয়ে কাজ করে। হাতে গোনা কয়েকটি শিল্প সংস্থার হয়ে নয়।

সম্প্রতি গাড়ি ও মোবাইল ফোন শিল্পের বিভিন্ন তথ্যে স্পষ্ট, এই দুই ক্ষেত্র কিছুটা ধাক্কা খেয়েছে। রাহুল লিখেছেন, ‘‘পরিসংখ্যান কখনও মিথ্যা বলে না। গত বছর দু’চাকার বিক্রি ১৭% কমেছে। গাড়ির ক্ষেত্রে তা ৮.৬%। মোবাইল ফোনের বাজার ৭% পড়েছে। অন্য দিকে, খরচ এবং ঋণ দুই-ই উত্তরোত্তর বাড়ছে। বাড়িভাড়া, মূল্যবৃদ্ধি, শিক্ষার খরচ— দামি হয়ে চলেছে প্রায় সব কিছু।’’ কংগ্রেস নেতার ব্যাখ্যা, এগুলি নিছক তথ্য নয়। সাধারণ মানুষ যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, তার প্রতিফলন দেখা যাচ্ছে এই পরিসংখ্যানগুলিতে।

রাহুলের বক্তব্য, ‘‘হাতে গোনা কয়েকটি ঘটনার জমকালো আলোচনা রাজনীতির বিষয়বস্তু হতে পারে না। রাজনীতি হতে হবে সাধারণ মানুষের জন্য। আমাদের এমন একটি অর্থনীতি প্রয়োজন, যা হবে সকলের স্বার্থে। হাতে গোনা কয়েক জন পুঁজিপতির জন্য নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন