কয়লা খনিতে নিরাপত্তার মান নিয়ে উদ্বেগ কেন্দ্রের

কয়লা খনিতে নিরাপত্তা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ জানিয়েছেন কেন্দ্রের খনি নিরাপত্তা দফতরের ডিরেক্টর জেনারেল রাহুল গুহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৩
Share:

কয়লা খনিতে নিরাপত্তা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ জানিয়েছেন কেন্দ্রের খনি নিরাপত্তা দফতরের ডিরেক্টর জেনারেল রাহুল গুহ। শনিবার শহরে মাইনিং, জিওলজিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এমজিএমআই) আয়োজিত খনি ক্ষেত্রের সমস্যা নিয়ে এক সভায় তিনি বলেন, ‘‘বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, খনিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে-ব্যবস্থা তৈরি হয়েছে, প্রয়োজনে তা কাজ করে না। এটা অত্যন্ত উদ্বেগের।’’

Advertisement

২০২০-র মধ্যে ১০০ কোটি টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কোল ইন্ডিয়া। রাহুলবাবু মনে করেন, এখন যে-ভাবে কাজ চলছে, তাতে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে খনিতে দুর্ঘটনার সংখ্যাও বাড়ার সম্ভাবনা। তাই নিরপত্তার বিষয়টি জোরদার করা বিভিন্ন খনি কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। এ জন্য প্রশিক্ষণ বাড়ানোয় জোর দেন তিনি।

কয়লার মানের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি বলে এ দিন মন্তব্য করেন কোল ইন্ডিয়ার সিএমডি সুতীর্থ ভট্টাচার্য। তিনি জানান, ‘‘কয়লা তোলার পরে তা থেকে মাটি-পাথর বার করার ‘ওয়াশারি’ কাজ করছে কি না, সেটা দেখা-সহ মান বাড়াতে প্রতি সপ্তাহে খনি-কর্তাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছি।’’

Advertisement

চলতি অর্থবর্ষের অগস্ট পর্যন্ত কোল ইন্ডিয়ার উৎপাদন আগের বারের থেকে ৯.৫% বেড়েছে বলে সুতীর্থবাবু জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement