সুদ কমালেন না সাবধানী রাজন

প্রত্যাশা ছিলই। সেই মতো মঙ্গলবার ঋণনীতিতে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে রেপো রেট (যে-হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে স্বল্প মেয়াদে ঋণ নেয়) রইল ৬.৭৫ শতাংশেই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ১৭:৫০
Share:

প্রত্যাশা ছিলই। সেই মতো মঙ্গলবার ঋণনীতিতে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে রেপো রেট (যে-হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে স্বল্প মেয়াদে ঋণ নেয়) রইল ৬.৭৫ শতাংশেই। এর আগে গত সেপ্টেম্বরের ঋণনীতিতে সবাইকে কিছুটা চমকে দিয়েই সুদের হার এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। কিন্তু গত চার মাস ধরে মূল্যবৃদ্ধির হার বাড়ার ক্রমাগত বাড়ার কারণে এ বার কিছুটা সাবধানী পদক্ষেপ করেছেন তিনি।

Advertisement

আগামী ২০১৭ সালের মার্চ পর্যন্ত মূল্যবৃদ্ধির হার ৫ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তা বাড়ার ধারা বজায় থাকলে, সেই লক্ষ্যে পৌঁছনো তাদের পক্ষে কিছুটা কঠিন হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। বিশেষত সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে এবং শাক-সব্জির দার বাড়লে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে সুদের হার না-কমিয়ে আগামী দিনে মূল্যবৃদ্ধির উপর রাশ ফের একটু শক্ত করাই শীর্ষ ব্যাঙ্কের উদ্দেশ্য বলে মনে করছেন তাঁরা। রাজন নিজেও মেনেছেন সেই কথা। এ দিন তিনি বলেন, আগামী মার্চ পর্যন্ত মূল্যবৃদ্ধি নীচের দিকে থাকলেও, এখনই তার সুযোগ নিতে সুদের হার কমাবেন না তাঁরা। বরং পরিস্থিতি বুঝেই সেই অস্ত্র প্রয়োগে শীর্ষ ব্যাঙ্ক উৎসাহী বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন