—প্রতীকী ছবি।
নির্ধারিত সময়সীমার আগে ঋণের টাকা মিটিয়ে দিলে (পড়ুন প্রিপেমেন্ট) লাগবে না কোনও চার্জ। গৃহঋণের গ্রাহকদের স্বস্তি দিয়ে এ কথা ঘোষণা করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন নিয়ম। তবে যাঁরা ভাসমান সুদে গৃহঋণ নিয়েছেন বা নিচ্ছেন, কেবলমাত্র তাঁরাই পাবেন এই সুবিধা। স্থায়ী সুদে ঋণের ক্ষেত্রে নিয়মের কোনও বদল করেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক।
চলতি বছরের জুলাইয়ে গৃহঋণের প্রিপেমেন্ট নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে আরবিআই। সেখানে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসিগুলিকে (নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কোম্পানি) সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ব্যবসায়িক কারণ ছাড়া অন্য কোনও উদ্দেশ্যে ভাসমান সুদে ঋণ দেওয়া হলে, ওই গ্রাহকের প্রিপেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জ ধার্য করতে পারবে না ব্যাঙ্ক।
গৃহঋণের পাশাপাশি আরবিআইয়ের নতুন নির্দেশিকার সুবিধা পাবেন ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিরা। তাঁদের ক্ষেত্রে ঋণের টাকা নির্ধারিত সময়সীমার আগে পরিশোধের সময় অতিরিক্ত চার্জ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং লোকাল এরিয়া ব্যাঙ্কগুলিকে।
তবে কিছু ক্ষেত্রে এই সংস্থাগুলি থেকে ঋণ নিলেও নতুন নিয়মে সুবিধা পাবেন গ্রাহক। স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলি ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। সংশ্লিষ্ট ঋণ ভাসমান সুদের হারে বলে প্রিপেন্টের ক্ষেত্রে গ্রাহকের উপরে কোনও চার্জ ধার্য হবে না বলে স্পষ্ট করেছে আরবিআই।
কেন্দ্রীয় ব্যাঙ্কের এ-হেন সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ। আরবিআইয়ের দাবি, ব্যাঙ্ক এবং এনবিএফসি ভেদে প্রিপেমেন্ট চার্জের ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য রয়েছে। এই নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রায়ই আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরোধ বাধে। নতুন নিয়মে সেই সমস্যা মিটবে বলে আশাবাদী রিজ়ার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, প্রিপেমেন্ট চার্জ উঠে যাওয়ায় গৃহঋণে আবেদনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বলছেন আর্থিক বিশ্লেষকেরা।