RBI

সমস্ত ব্যাঙ্ক অভিন্ন নথির মাধ্যমে ১৫ দিনে নমিনির দাবির মীমাংসা, প্রস্তাব রিজ়ার্ভ ব্যাঙ্কের

অ্যাকাউন্ট খুলতে বা লকার ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হতে এখন নমিনি অত্যাবশ্যক। তবে গ্রাহকের মৃত্যুর পরে সেই উত্তরাধিকারীর দাবির মীমাংসার নিয়ম এখন এক এক ব্যাঙ্কে এক এক রকম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৮:১৯
Share:

উত্তরাধিকারী বা নমিনির দাবির মীমাংসা যাতে সহজে করা যায়, সেই লক্ষ্যে পদক্ষেপ শুরু করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। —প্রতীকী চিত্র।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকার গ্রাহকের মৃত্যুর পরে তাঁর উত্তরাধিকারী বা নমিনির দাবির মীমাংসা যাতে সহজে করা যায়, সেই লক্ষ্যে পদক্ষেপ শুরু করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এ ব্যাপারে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। আগামী ২৭ অগস্ট পর্যন্ত তার উপরে মতামত জানানো যাবে।

অ্যাকাউন্ট খুলতে বা লকার ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হতে এখন নমিনি অত্যাবশ্যক। তবে গ্রাহকের মৃত্যুর পরে সেই উত্তরাধিকারীর দাবির মীমাংসার নিয়ম এখন এক এক ব্যাঙ্কে এক এক রকম। সমস্ত ব্যাঙ্কে অভিন্ন ফর্ম এবং নথির মাধ্যমে সেই প্রক্রিয়া সরল করে ১৫ দিনের মধ্যে মীমাংসা করাই রিজ়ার্ভ ব্যাঙ্কের লক্ষ্য। কোনও সমস্যা হলে দাবিদারকে তা জানানো এবং সময়সীমার মধ্যে মীমাংসায় ব্যর্থ হলে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে খসড়ায়।

শীর্ষ ব্যাঙ্কের প্রস্তাব, ব্যাঙ্কের ওয়েবসাইট এবং সমস্ত শাখায় নমিনির দাবির ফর্ম এবং প্রয়োজনীয় নথির তালিকা থাকতে হবে। সে ক্ষেত্রে গ্রাহকের মৃত্যু শংসাপত্র, নমিনির পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ নথি হিসেবে ব্যবহার হতে পারে। অনেক পুরনো গ্রাহকের নমিনি না-ও করানো থাকতে পারে। সে ক্ষেত্রে অ্যাকাউন্টে জমা টাকার নির্দিষ্ট সীমা পর্যন্ত যাতে গ্রাহকের আইনি উত্তরাধিকারীর মীমাংসায় আসতে সমস্যা না হয়, সেই প্রস্তাব করা হয়েছে খসড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন