BSE SENSEX

আশঙ্কা উপেক্ষা করে সূচক ৭৫,০০০ পার

বুধবার এই প্রথম ৭৫ হাজারের মাইলফলক পেরোল সেনসেক্স। নজির গড়ে ২৩ হাজারের আরও কাছে পৌঁছল নিফ্‌টি। সেনসেক্স দাঁড়িয়েছে ৭৫,০৩৮.১৫ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ০৪:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

বহাল রইল শেয়ার সূচকের নতুন নজির গড়ার সফর। বুধবার এই প্রথম ৭৫ হাজারের মাইলফলক পেরোল সেনসেক্স। নজির গড়ে ২৩ হাজারের আরও কাছে পৌঁছল নিফ্‌টি। সেনসেক্স দাঁড়িয়েছে ৭৫,০৩৮.১৫ অঙ্কে। লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ২.২৭ লক্ষ কোটি টাকা। বাজারের শেয়ারমূল্য আবার ৪০০ লক্ষ কোটি টাকা পেরিয়েছে। নিফ্‌টি থেমেছে ২২,৭৫৩.৮০-তে।

Advertisement

তবে লগ্নিকারীদের সাবধান করে বিশেষজ্ঞ আশিস দে-র দাবি, ‘‘লাগাতার উত্থানে বাজার চাঙ্গা দেখাচ্ছে বটে। তবে বহু আশঙ্কাকে অগ্রাহ্য করার এই উত্থান স্বস্তির নয়।’’ তাঁর মতে, অনিশ্চয়তাগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি, সুদ ছাঁটাই পিছনোর আশঙ্কা, জোগানে ধাক্কা ইত্যাদি। বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের ধারণা, ডিসেম্বরের মধ্যে ৮০ হাজারের ঘরে ঢুকে পড়তে পারে সূচক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন