বাজারে উত্থান বহাল, নতুন নজির নিফ্‌টির

অব্যাহত রইল সূচকের ঊর্ধ্বগতি। ৯,১৬০.০৫ অঙ্কে উঠে শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টি গড়ল নতুন রেকর্ড। যদিও উঠল মাত্র ৬.৩৫ পয়েন্ট। সেনসেক্স ৬৩.১৪ বেড়ে দাঁড়িয়েছে ২৯,৬৪৮.৯৯ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০২:১৬
Share:

অব্যাহত রইল সূচকের ঊর্ধ্বগতি। ৯,১৬০.০৫ অঙ্কে উঠে শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টি গড়ল নতুন রেকর্ড। যদিও উঠল মাত্র ৬.৩৫ পয়েন্ট। সেনসেক্স ৬৩.১৪ বেড়ে দাঁড়িয়েছে ২৯,৬৪৮.৯৯ অঙ্কে।

Advertisement

এ প্রসঙ্গে এডেলওয়েইজ অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও রাধিকা গুপ্তের দাবি, নোটবন্দির জেরে অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটতে শুরু করাই বাজার চাঙ্গা হওয়ার অন্যতম কারণ। উত্থানে ইন্ধন জুগিয়েছে ১ জুলাই থেকে জিএসটি চালুর সম্ভাবনা আরও উজ্জ্বল হওয়া।

এ দিন লগ্নিকারীদের মধ্যে সিগারেট ও ভোগ্যপণ্য তৈরির সংস্থা আইটিসি-র শেয়ারের চাহিদা ছিল তুঙ্গে। ফলে দর ৪.৮৫% বাড়ে। এর কারণ জিএসটি পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে তামাকজাত পণ্য ও সিগারেটে সেসের ঊর্ধসীমা ২৯০ শতাংশে বেঁধে দেওয়া। হার আরও বেশি হওয়ার আশঙ্কা ছিল।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার কেনার বহর বৃদ্ধিও সূচক ওঠার কারণ। এ দিনই তারা নিট হিসাবে ১,৪১৮ কোটি টাকার শেয়ার কিনেছে। তবে রাধিকার মতে, ভারতের বাজার এখন যেখানে, তাতে তার ওঠানামা বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিনিয়োগের উপর আগের মতো অতটা নির্ভরশীল নয়। তাঁর দাবি, ‘‘এসআইপি মারফত মাসে ৪,০০০ কোটির লগ্নি ঢুকছে বাজারে। ভারতীয় আর্থিক সংস্থাগুলির লগ্নির অঙ্কও কিন্তু খুব একটা কম নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন