অগস্টে বিদেশে ভারতীয় সংস্থাগুলির প্রত্যক্ষ বিনিয়োগ কমে গিয়েছে ৮৪%। ফলে তা নেমে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৯০ লক্ষ ৬০ হাজার ডলারে। অথচ আগের বছরের একই সময় ওই লগ্নির অঙ্ক ছিল ২৪৭ কোটি ডলার। এই তথ্য উঠে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশিত পরিসংখ্যানে। এমনকী এ বছরের জুলাইয়ের থেকেও তা ৮২.৬% নীচে।