Business News

‘১০০ শতাংশ ক্যাশ ব্যাক’! জিওর দিওয়ালি অফার শুরু

এই কুপনগুলি ব্যবহার করা যাবে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর বা মাই জিও অ্যাপের মাধ্যমে কেনাকাটাতেই। এবং ন্যূনতম বিল হতে হবে পাঁচ হাজার টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ১৬:০০
Share:

জিও-র নতুন দিওয়ালি অফারে পুরো টাকা ফেরত পাওয়া যাবে কুপনের মাধ্যমে।

এবার ‘দিওয়ালি অফার’-এ ১০০ শতাংশ ক্যাশ ব্যাক অফার নিয়ে এল রিলায়েন্স জিও। প্রিপেড গ্রাহকরা ১৪৯ টাকা বা তার বেশি যে কোনও প্যাক রিচার্জ করলে সমমূল্যের কুপন পাবেন। সেই কুপন ‘মাই জিও’ অ্যাপ এবং ‘রিলায়েন্স ডিজিটাল’ ‘রিডিম’ বা ব্যবহার করা যাবে।

Advertisement

জিওর তরফে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিচার্জে এই কুপন পাওয়া যাবে। তবে কুপনগুলি রিডিম করতে হবে এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে। পুরনো এবং নতুন গ্রাহক, সবাই এই অফারের সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে যতবার রিচার্জ করবেন, ততবারই ক্যাশব্যাক কুপন পাবেন গ্রাহকরা।

তবে শর্তও রয়েছে। এই কুপনগুলি ব্যবহার করা যাবে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর বা মাই জিও অ্যাপের মাধ্যমে কেনাকাটাতেই। এবং ন্যূনতম বিল হতে হবে পাঁচ হাজার টাকা। তবে পোস্ট পেইড গ্রাহকদের জন্য এই অফার কার্যকরী নয়।

Advertisement

আরও পড়ুন: দাদা উঠছেন, ভাই নামছেন, মুকেশ-অনিলের সম্পত্তির ফারাক এখন...

আরও পড়ুন: আটকে রেখে ১০ দিন ধরে গণধর্ষণ, কোণার্কে উদ্ধার কলকাতার তরুণী

এর সঙ্গেই এক বছরে ১৬৯৯ টাকা রিচার্জের একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও। এতে ৫৪৭ জিবি ডেটা পাওয়া যাবে। তবে প্রতিদিন ব্যবহার করা যাবে দেড় জিবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement