Reliance Retail

মার্কিন সংস্থা কেকেআর-কে ১.২৮ শতাংশ শেয়ার বিক্রির পথে রিলায়্যান্স রিটেল

রিয়াল্যান্স ইন্ডাস্ট্রিজ-এর কোনও ব্যবসায় এই নিয়ে দ্বিতীয় বার বিনিয়োগ করতে চলেছে কেকেআর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৪
Share:

রিলায়্যান্স রিটেল।

৫ হাজার ৫৫০ কোটি টাকায় রিলায়্যান্স রিটেল-এর ১.২৮ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে মার্কিন সংস্থা কেকেআর। ফলে রিলায়্যান্স রিটেলের শেয়ার মূল্য বেড়ে হবে ৪.২১ লক্ষ কোটি টাকা। বুধবার এক বিবৃতিতে এ কথা জানাল রিয়াল্যান্স ইন্ডাস্ট্রিজ।

Advertisement

রিয়াল্যান্স ইন্ডাস্ট্রিজ-এর কোনও ব্যবসায় এই নিয়ে দ্বিতীয় বার বিনিয়োগ করতে চলেছে কেকেআর। এর আগে গত মে-তে জিও প্ল্যাটফর্মে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করেছিল সংস্থাটি। এই বিনিয়োগের ফলে জিয়ো প্ল্যাটফর্মের ২.২৩ শতাংশ শেয়ারের অংশীদারিত্ব পেয়েছে কেকেআর।

রিলায়্যান্স রিটেলে বিনিয়োগের খবর প্রকাশ্যে আসতেই রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর শেয়ারের দাম বাজার খুলতেই ৩ শতাংশ বেড়ে যায়। কেকেআরের সঙ্গে এই চুক্তি প্রসঙ্গে মুকেশ অম্বানী বলেন, “রিলায়্যান্স রিটেলে বিনিয়োগের জন্য কেকেআর-কে স্বাগত। ভারতীয়দের স্বার্থে দেশের খুচরো ব্যবসাকে আরও বৃহত্তর আকারে গড়ে তোলার কাজ শুরু করেছি। কেকেআর একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং ভারতে বেশ ভাল কাজ করেছে এই সংস্থা।”

Advertisement

আরও পড়ুন: মুকেশের নতুন অস্ত্র পোস্টপেড, স্মার্টফোন

অন্য দিকে, কেকেআর-এর সহকারী চিফ এগজিকিউটিভ অফিসার হেনরি ক্র্যাভিস বলেন, “এই বিনিয়োগের মধ্য দিয়ে রিলায়্যান্সের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হল। ভারতে খুচরো বাজারের চাহিদা অনেক বেশি। রিলায়্যান্স তা নিয়ে কাজ করছে। তাদের এই মিশনে যোগ দিতে পেরে আমরাও খুশি।”

ভারতের ১৫টি সংস্থায় বিনিয়োগ করেছে মার্কিন সংস্থা কেকেআর। তার মধ্যে রয়েছে ম্যাক্স হেলথকেয়ার, জিও প্ল্যাটফর্ম, জে বি কেমিক্যালস, ইউরোকিডস ইন্টারন্যাশনাল এবং র‌্যামকি এনভায়রো ইঞ্জিনিয়ার্স-এর মতো সংস্থাগুলো। এই তালিকায় এ বার ঢুকে পড়ল রিলায়্যান্স রিটেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন