Reliance

৪জি পরিষেবা, রিলায়্যান্সের নয়া স্বীকৃতি

লন্ডনের ওই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী। তিনি বলেন, ‘‘জিও-র মাধ্যমে আমরা দেশের ডিজিটাল মানচিত্রকে নতুন দিশা দেখাতে পেরেছি। আজকের এই স্বীকৃতি ভারতকে উন্নততর ভারত এবং বিশ্বকে উন্নততর বিশ্ব করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিল।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৪:২৫
Share:

অনুষ্ঠানে মুকেশ অম্বানী। নিজস্ব চিত্র।

৪জি ডিজিটাল পরিষেবাকে নতুন মাত্রা দিয়েছে তারা। আর এই পরিষেবা প্রদানের স্বীকৃতি হিসেবে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) পেল ‘ড্রাইভার্স অব চেঞ্জ’ পুরস্কার। গত বৃহস্পতিবার লন্ডনে ‘ফিনান্সিয়াল টাইমস আরসেলরমিত্তল বোল্ডনেস ইন বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

Advertisement

লন্ডনের ওই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী। তিনি বলেন, ‘‘জিও-র মাধ্যমে আমরা দেশের ডিজিটাল মানচিত্রকে নতুন দিশা দেখাতে পেরেছি। আজকের এই স্বীকৃতি ভারতকে উন্নততর ভারত এবং বিশ্বকে উন্নততর বিশ্ব করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিল।”

শক্তি, পেট্রোকেমিক্যাল, বস্ত্র, খুচরো ব্যবসা, টেলিযোগাযোগ এবং ডিজিটাল সার্ভিসের মতো ক্ষেত্রে বহু দিন ধরেই কাজ করে আসছে রিলায়েন্স। সেই সূত্র ধরে ওই অনুষ্ঠানে এফটি-র এডিটর লিওনেল বারবের বলেন, “শক্তি উৎপাদন থেকে শুরু করে ৪জি ডিজিট্যাল পরিষেবা— প্রতিটি ক্ষেত্রে মুকেশ অম্বানী ব্যাপক হারে পরিবর্তন এনেছেন। তিনিই সঠিক বিজেতা।”

Advertisement

আরও পড়ুন: ৩৯৯ টাকার রিচার্জে কী অফার দিচ্ছে জিও?

উল্লেখ্য, ছ’টি বাণিজ্যিক সংস্থার মধ্য থেকে এফটি’র সাংবাদিক এবং বিচারকরা রিলায়েন্স প্রথম হিসেবে বেছে নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement