সহারাকে ২৫ হাজার কোটির উৎস জানাতে নির্দেশ

সহারার দাবি, তারা ইতিমধ্যেই লগ্নিকারীদের ২৫ হাজার কোটি টাকা ফিরিয়ে দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার সেই টাকার উৎস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল সুব্রত রায়ের সংস্থা। এ দিন শীর্ষ আদালতের নির্দেশ, কোথা থেকে সেই টাকা এসেছে তার প্রমাণ দেখাতে হবে সহারাকে। তবেই সংস্থার বিরুদ্ধে মামলা বন্ধ করবে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৫
Share:

বাড়ল অস্বস্তি। সুব্রত রায়।

সহারার দাবি, তারা ইতিমধ্যেই লগ্নিকারীদের ২৫ হাজার কোটি টাকা ফিরিয়ে দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার সেই টাকার উৎস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল সুব্রত রায়ের সংস্থা। এ দিন শীর্ষ আদালতের নির্দেশ, কোথা থেকে সেই টাকা এসেছে তার প্রমাণ দেখাতে হবে সহারাকে। তবেই সংস্থার বিরুদ্ধে মামলা বন্ধ করবে তারা।

Advertisement

একই সঙ্গে অবশ্য সহারার টাকা মেটানোর দাবির সত্যতা নিয়ে কটাক্ষও করেছে প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ। তাদের মন্তব্য, ‘‘মাত্র দু’মাসের মধ্যে লক্ষ লক্ষ প্রতারিত লগ্নিকারীকে সহারা এত টাকা নগদে ফিরিয়ে দিয়েছে, এটা হজম করা মুশকিল। কারণ, ২৫ হাজার কোটি তো আর আকাশ থেকে পড়তে পারে না।’’

সহারা অবশ্য পরে বলছে, ঋণপত্র মারফত তোলা হয়েছে তহবিল। আর তাদের সংস্থায় লগ্নিকারীদের বেশির ভাগেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট না-থাকায় টাকা ফেরত দিতে হয়েছে নগদেই। এবং তা করা হয়েছে দেশে তাদের ৫,০০০টি শাখার মাধ্যমে। লগ্নিকারীদের জমা দেওয়া বন্ড সার্টিফিকেট-সহ টাকা ফেরানোর সব তথ্য সেবি ও সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সংস্থা। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন