ফের পড়ল টাকার দাম। বুধবার ডলারের সাপেক্ষে টাকা পড়েছে ১৮ পয়সা। প্রতি ডলার দাঁড়িয়েছে ৬৮.২৪ টাকা।
Advertisement
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ০২:১৭
Share:
ফের পড়ল টাকার দাম। বুধবার ডলারের সাপেক্ষে টাকা পড়েছে ১৮ পয়সা। প্রতি ডলার দাঁড়িয়েছে ৬৮.২৪ টাকা। এ নিয়ে গত দু’দিনে টাকা পড়ল ৫০ পয়সা। তবে সারা দিন ওঠা-নামার পরে স্থিতাবস্থা ছিল শেয়ার বাজারে।