মার্কিন আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি সহারার

নিউ ইয়র্কে সহারার দু’টি হোটেল, প্লাজা ও ড্রিম ডাউনটাউন বাজেয়াপ্ত করার জন্য হংকঙের সংস্থা জেটিএস ট্রেডিংয়ের আবেদন খারিজ করে দিল মার্কিন আদালত। ফলে হাজারো জটিলতায় জেরবার সুব্রত রায়ের সংস্থা সামান্য হলেও স্বস্তির হাঁফ ছেড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্কে শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৫
Share:

নিউ ইয়র্কে সহারার দু’টি হোটেল, প্লাজা ও ড্রিম ডাউনটাউন বাজেয়াপ্ত করার জন্য হংকঙের সংস্থা জেটিএস ট্রেডিংয়ের আবেদন খারিজ করে দিল মার্কিন আদালত। ফলে হাজারো জটিলতায় জেরবার সুব্রত রায়ের সংস্থা সামান্য হলেও স্বস্তির হাঁফ ছেড়েছে।

Advertisement

চুক্তি ভাঙার অভিযোগে বেশ কিছু দিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীর ট্রিনিটি হোয়াইট সিটি ভেঞ্চার্স, সহারা গোষ্ঠী এবং স্যুইস ব্যাঙ্ক ইউবিএসের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল জেটিএস। যার অংশ হিসেবেই কোর্টে সহারার সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জি জানায় তারা। নিউ ইয়র্ক প্রদেশের সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘মামলাটির শুনানি আগামী দিনে চলবে। তবে বিচারের আগেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার জন্য জেটিএস আদালতে যে আবেদন করেছে, তা খারিজ করা হল।’’

মার্কিন আদালতের এই সিদ্ধান্তে খুশি সহারা গোষ্ঠী এ দিন এক বিবৃতিতে জানিয়েছে, অন্যায্য এক আইনি ষড়যন্ত্রের শিকার হওয়া থেকে তাদের বাঁচিয়েছে আদালত। সংস্থার অভিযোগ, দু’টি সংস্থার ব্যক্তিগত ঝগড়াঝাঁটির মধ্যে অন্যায় ভাবে তাদের টেনে আনা হচ্ছিল।

Advertisement

প্রসঙ্গত, জেটিএস ট্রেডিং তাদের দায়ের করা মামলায় জানিয়েছিল, লন্ডনে সহারার গ্রসভেনর হাউস এবং মার্কিন মুলুকে প্লাজা ও ড্রিম ডাউনটাউন হোটেলগুলিকে কিনে নেওয়ার জন্য এক সময় ট্রিনিটির সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রস্তাব দিয়েছিল তারা। এই অধিগ্রহণের জন্য ইউবিএস থেকে ঋণ নেওয়া হবে বলেও স্থির হয়। জেটিএসের অভিযোগ, এই পরিস্থিতিতে তাদের টপকে সহারার সঙ্গে সরাসরি লেনদেন নিয়ে কথাবার্তা বলার জন্য আচমকাই ১৫০ কোটি ডলারের ওই চুক্তি থেকে ট্রিনিটি নিজেদের সরিয়ে নেয়। যে কারণে ট্রিনিটির বিরুদ্ধে মামলা করে তারা। পাশাপাশি সহারা ও ইউবিএসের বিরুদ্ধে সংস্থাটির অভিযোগ ছিল, ট্রিনিটির ওই চুক্তি ভাঙায় মদত জোগানোর। তার পরই মার্কিন মুলুকে সহারার হোটেল দু’টি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে আদালতে আবেদন করে তারা। অবিলম্বে যা খারিজ করার জন্য পাল্টা আর্জি জানিয়েছিল সহারাও। যার পরিপ্রেক্ষিতে জারি হল এই নির্দেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন