হোটেল বিক্রি করতে কথা সহারা গোষ্ঠীর

ড্রিম ডাউনটাউন হোটেলে ৮৫% ও প্লাজা হোটেলে ৭০% অংশীদারি রয়েছে সহারা গোষ্ঠীর। এক সময়ে ১১০ বছরের পুরনো প্লাজা হোটেলটি ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এখানেই ১৯৯৩ সালে দ্বিতীয় স্ত্রী মার্লা মেপ্‌লসকে বিয়ে করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ০৩:১৪
Share:

ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কে নিজেদের দু’টি হোটেল ড্রিম ডাউনটাউন ও প্লাজা বিক্রির জন্য পশ্চিম এশিয়ার একটি সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সহারা গোষ্ঠী। তবে সংস্থার নাম ও হাতবদলের অঙ্ক নিয়ে মুখ খোলেনি সুব্রত রায়ের সংস্থাটি। সংশ্লিষ্ট মহলের মতে, এই দুই হোটেল বিক্রি করে তাদের ঝুলিতে আসতে পারে কয়েকশো কোটি ডলার।

Advertisement

ড্রিম ডাউনটাউন হোটেলে ৮৫% ও প্লাজা হোটেলে ৭০% অংশীদারি রয়েছে সহারা গোষ্ঠীর। এক সময়ে ১১০ বছরের পুরনো প্লাজা হোটেলটি ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এখানেই ১৯৯৩ সালে দ্বিতীয় স্ত্রী মার্লা মেপ্‌লসকে বিয়ে করেন তিনি।

বেশ কয়েক বছর ধরে সুব্রত রায়ের জামিনের টাকা জোগাড় করতে এই দুই হোটেল বিক্রির কথা চালাচ্ছে সহারা গোষ্ঠী। এর আগে কাতারের সরকারি লগ্নি ফান্ড সংস্থা–সহ বেশ কয়েকটি মার্কিন ও চিনা সংস্থা এগুলি কিনতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু কোনও বারই হাতবদল সম্পূর্ণ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement