সেবির কাছে গচ্ছিত টাকা ফেরানো নিয়ে অভিযোগ সহারার

সহারার লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে তৈরি সেবি-র তহবিলের পরিমাণ ছুঁয়েছে ১১,৭২৭ কোটি টাকা। বাজার নিয়ন্ত্রক সেবি-র বার্ষিক হিসাবের খসড়ায় এই তথ্য দাখিল করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৯:৩৮
Share:

সহারার লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে তৈরি সেবি-র তহবিলের পরিমাণ ছুঁয়েছে ১১,৭২৭ কোটি টাকা। বাজার নিয়ন্ত্রক সেবি-র বার্ষিক হিসাবের খসড়ায় এই তথ্য দাখিল করা হয়েছে। সহারার অবশ্য পাল্টা দাবি, তারা সেবি-র কাছে ১৪ হাজার কোটি টাকারও বেশি জমা দিয়েছে। তারা লগ্নিকারীদের প্রাপ্যের ৯৫ শতাংশ সরাসরি তাদের ফিরিয়েও দিয়েছে।

Advertisement

খসড়ায় আরও জানানো হয়েছে, ওই ১১,৭২৭ কোটি টাকার মধ্যে সুদ সমেত সহারার লগ্নিকারীদের ফেরত দেওয়া হয়েছে ৫৫ কোটি টাকার মতো। সহারার অবশ্য অভিযোগ মাত্র ৫০ কোটি টাকা ফেরত দিয়েছে সেবি। লগ্নিকারীদের তথ্য যাচাই করলেই বিষয়টি স্পষ্ট হবে বলেও দাবি সহারার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement