দাম কমায় জুলাইয়ে বিক্রি বাড়ল যাত্রী গাড়ির

বিক্রি বেড়েছে দু’চাকার গাড়িরও। যেমন, হিরো মোটোকর্পের ১৭.১৩%, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটারের ২০%, টিভিএস মোটরের ৯.৩৪%, রয়্যাল এনফিল্ডের ২০.৭৫%, সুজুকি মোটরসাইকেলের ৬২%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০২:৪৪
Share:

জুলাইয়ে জিএসটি চালুর পরে গাড়ির দাম কমিয়েছে বহু সংস্থা। আর তার জেরেই ওই মাসে দেশের বাজারে বিক্রি বাড়ল যাত্রী গাড়ির।

Advertisement

গত মাসে মারুতি-সুজুকির বিক্রি আগের বারের তুলনায় বেড়েছে ২২.৪%। তাদের ‘কমপ্যাক্ট’ গাড়িগুলির (সুইফ্‌ট, এস্টিলো, ডিজ্যায়ার, ব্যালেনো, ইগনিস) বিক্রি বৃদ্ধির হার ছিল ২৫.৩%। আর ‘মিনি’ গাড়ির (অল্টো, ওয়াগন আর, ইত্যাদি) ২০.৭%। টাটা মোটরসও বিক্রি বাড়িয়েছে ১০ শতাংশের বেশি। সংস্থার প্রেসিডেন্ট (যাত্রী গাড়ি) ময়াঙ্ক পারিখের মতে, জিএসটি চালুর পরে ক্রেতাদের মধ্যে গাড়ি কেনার আগ্রহ বেড়েছে। তারই প্রতিফলন পড়েছে বিক্রিতে। মার্কিন বহুজাতিক ফোর্ড-এর বিক্রি বেড়েছে প্রায় ১৯%। সংস্থা-কর্তা অনুরাগ মেহরোত্রর আশা, ভাল বর্ষা, কম সুদ ও ক্রেতাদের আস্থা বৃদ্ধি উৎসবের মরসুমে দেশের বাজারে গাড়ি ব্যবসায় আরও গতি আনবে। বিক্রি বাড়িয়েছে মহীন্দ্রা (১৩%) ও হোন্ডা (২১.৭৪%)। সেই তুলনায় হুন্ডাইয়ের একটু কম (৪.৪%)। সংস্থা-কর্তা রাকেশ শ্রীবাস্তবেরও আশা, আগামী দিনে ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে।

বিক্রি বেড়েছে দু’চাকার গাড়িরও। যেমন, হিরো মোটোকর্পের ১৭.১৩%, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটারের ২০%, টিভিএস মোটরের ৯.৩৪%, রয়্যাল এনফিল্ডের ২০.৭৫%, সুজুকি মোটরসাইকেলের ৬২%।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন