ব্যবসা বাড়াতে স্যাপের নজরে জি এস টি

ভারতে ব্যবসার নতুন দরজা খুলতে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা স্যাপের বাজি পণ্য-পরিষেবা কর (জিএসটি)।নতুন এই ব্যবস্থায় রূপান্তরের জন্য প্রস্তুতি নিতে হবে করের আওতায় থাকা সবাইকে, যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক ছোট-মাঝারি সংস্থা। প্রস্তুতির সিংহভাগ জুড়ে রয়েছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের পথে এগোনো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০২:৪৫
Share:

ভারতে ব্যবসার নতুন দরজা খুলতে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা স্যাপের বাজি পণ্য-পরিষেবা কর (জিএসটি)।

Advertisement

নতুন এই ব্যবস্থায় রূপান্তরের জন্য প্রস্তুতি নিতে হবে করের আওতায় থাকা সবাইকে, যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক ছোট-মাঝারি সংস্থা। প্রস্তুতির সিংহভাগ জুড়ে রয়েছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের পথে এগোনো। এই পরিপ্রেক্ষিতেই সাধ্যের মধ্যে তাদের জন্য পরিকাঠামো তৈরি করে দিতে বিশেষ প্যাকেজ এনেছে স্যাপ। আর, সেই সূত্র ধরেই তাঁদের সামনে নতুন ব্যবসার পথ খুলবে বলে দাবি স্যাপ ইন্ডিয়ার বিপণন প্রধান কৃষ্ণন চট্টোপাধ্যায়ের।

কৃষ্ণন বলেন, ‘‘দেশ জুড়ে তৃণমূল স্তরে বিপুল ভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু হতে চলেছে। যে-কারণে ব্যবসা করতে গোটা বিষয়টি ঢেলে সাজতে হবে।’’ তিনি জানান, বড় সংস্থাগুলি এ কাজ আগেই শুরু করেছে। কিন্তু ছোট সংস্থার পক্ষে মোটা টাকা খরচ করে পরিকাঠামো তৈরি সহজ নয়। সেই ঘাটতি পূরণ করতেই প্যাকেজ তৈরি করেছে সংস্থা। স্যাপের দাবি, পাঁচ কোটির বেশি ছোট-মাঝারি সংস্থা জিএসটি জমানায় প্রযুক্তির হাত ধরবে। সে দিকে নজর রেখেই দেশের ২১টি শহরে ‘রোড-শো’ করছে স্যাপ। ভারতে সংস্থার বর্তমান ক্রেতার সংখ্যা ৭৫০০, যার মধ্যে ৮০ শতাংশ ছোট-মাঝারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement