এসবিআই লাইফে শীঘ্রই সিদ্ধান্ত বিদেশি অংশীদারি বাড়ানো নিয়ে

জীবন বিমা সংস্থা এসবিআই লাইফে স্টেট ব্যাঙ্কের (এসবিআই) ১০% শেয়ার কেনার কথা অপর অংশীদার ‘বিএনপি পারিবাস কার্ডিফ’-এর। কিন্তু গত বছর এ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও তা চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিকঠাক চললে দু’এক মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আশাবাদী সংস্থা কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৮:০৪
Share:

জীবন বিমা সংস্থা এসবিআই লাইফে স্টেট ব্যাঙ্কের (এসবিআই) ১০% শেয়ার কেনার কথা অপর অংশীদার ‘বিএনপি পারিবাস কার্ডিফ’-এর। কিন্তু গত বছর এ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও তা চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিকঠাক চললে দু’এক মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আশাবাদী সংস্থা কর্তৃপক্ষ।

Advertisement

এসবিআই লাইফে স্টেট ব্যাঙ্কের অংশীদারি ৭৪%। বাকিটা বিএনপি পারিবাসের হাতে। বিমা সংস্থায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি ২৬% থেকে ৪৯ শতাংশে বৃদ্ধির সিদ্ধান্তে গত বছরই সিলমোহর দিয়েছিল কেন্দ্র। তারপরই ওই শেয়ার কেনাবেচার বিষয়ে আলোচনা শুরু করে সংস্থার দুই অংশীদার। তবে কেনাবেচার দাম এখনও চূড়ান্ত হয়নি।

সম্প্রতি কলকাতায় বিমা সংক্রান্ত এক সভার ফাঁকে এসবিআই লাইফের এমডি-সিইও অরিজিৎ বসু জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখতে চান তাঁরা। তাঁর দাবি, ‘‘আমরা অনেকটাই এগিয়েছি। আশা, দু’এক মাসেই সিদ্ধান্ত নিতে পারব।’’

Advertisement

এ দিকে, গত বছর সংস্থার ইতিহাসে সবচেয়ে ভাল ব্যবসা হয়েছে বলে দাবি এসবিআই লাইফ কর্তাদের। নিট মুনাফা ৫% বেড়ে ছুঁয়েছে ৮৬১ কোটি টাকা। নতুন ব্যবসার প্রিমিয়াম বৃদ্ধির হার ২৯%। এ বার তা ৩০-৪০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement