আগাম লেনদেনে নিষেধ রিলায়্যান্সকে

আগামী এক বছর শেয়ার বাজারে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ডেরিভেটিভ লেনদেন করতে পারবে না রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আর আই এল)। শুক্রবার এই নির্দেশ দিয়েছে সেবি। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, ১০ বছর আগে বেআইনি ভাবে রিলায়্যান্স পেট্রোলিয়ামের শেয়ার আগাম লেনদেন করে মুনাফা করেছিল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০২:৩৫
Share:

আগামী এক বছর শেয়ার বাজারে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ডেরিভেটিভ লেনদেন করতে পারবে না রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আর আই এল)। শুক্রবার এই নির্দেশ দিয়েছে সেবি। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, ১০ বছর আগে বেআইনি ভাবে রিলায়্যান্স পেট্রোলিয়ামের শেয়ার আগাম লেনদেন করে মুনাফা করেছিল তারা। আরআইএলের সঙ্গে আরও ১২টি সংস্থাকে একই নির্দেশ দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক।

Advertisement

পাশাপাশি সেবি জানিয়েছে, ৪৫ দিনের মধ্যে ‘অন্যায় ভাবে মুনাফা করা’ ৪৪৭ কোটি টাকা ফেরত দিতে হবে রিলায়্যান্স-কে। সঙ্গে ২০০৭ সালের ২৯ নভেম্বর থেকে দিতে হবে ১২% সুদও। দুইয়ে মিলে যার অঙ্ক প্রায় ১,০০০ কোটি টাকা।

এই নির্দেশের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাওয়ার কথা জানিয়েছে রিলায়্যান্স। শুক্রবার বিবৃতিতে তাদের দাবি, শেয়ারহোল্ডারদের স্বার্থের কথা মাথায় রেখেই লেনদেন করা হয়েছিল। প্রতিটি লেনদেনের খুঁটিনাটি সেবি খতিয়ে দেখেছে বলেও দাবি সংস্থার।

Advertisement

উল্লেখ্য, আরআইএলের শাখা রিলায়্যান্স পেট্রোলিয়াম-কে মূল সংস্থার সঙ্গে মেশানোর ক্ষেত্রে আগাম লেনদেনের বিধি ভাঙা হয়েছে বলে এর আগে অভিযোগ এনেছিল সেবি। এই মামলা রিলায়্যান্স আপসে মেটাতে চাইলেও, রাজি হয়নি তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন