বন্ড বাজার চাঙ্গার পক্ষে সওয়াল সেবি চেয়ারম্যানের

দেশের মূলধনী বাজার চাঙ্গা করতে বন্ডের বাজারকে উন্নত করা জরুরি বলে মন্তব্য করেছেন সেবির নতুন চেয়ারম্যান অজয় ত্যাগী।সম্প্রতি দিল্লিতে মূলধনী বাজার এবং সুষ্ঠু ভাবে সংস্থা পরিচালনা নিয়ে সিআইআই আয়োজিত এক আলোচনাসভায় ত্যাগী বলেন, দেশের মূলধনী বাজারে গতি এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০২:৫৩
Share:

দেশের মূলধনী বাজার চাঙ্গা করতে বন্ডের বাজারকে উন্নত করা জরুরি বলে মন্তব্য করেছেন সেবির নতুন চেয়ারম্যান অজয় ত্যাগী। সম্প্রতি দিল্লিতে মূলধনী বাজার এবং সুষ্ঠু ভাবে সংস্থা পরিচালনা নিয়ে সিআইআই আয়োজিত এক আলোচনাসভায় ত্যাগী বলেন, ‘‘দেশের মূলধনী বাজারে গতি এসেছে। কিন্তু ঋণপত্রের (বন্ড) বাজার তার সঙ্গে সমান ভাবে তাল মেলাতে পারছে না।’’

Advertisement

মূলধন সংগ্রহের ক্ষেত্রে সব সময় ব্যাঙ্কের দরজায় হাজির না হয়ে যাতে বন্ডের মাধ্যমে উদ্যোগপতিরা তা সংগ্রহ করতে পারেন, তার রাস্তাও প্রশস্ত করার উপর জোর দেন সেবির চেয়ারম্যান। ত্যাগীর দাবি, দেশে মূলধনী বাজারে যে গতি এসেছে, তা হঠাৎ হয়নি এবং সাময়িক নয়। কেন্দ্রের কিছু সংস্কার ও নোট বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের সুফল হিসাবে আর্থিক ব্যবস্থার ভিত মজবুত হওয়াতেই এটা সম্ভব হয়েছে। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে মূলধনী বাজারে লগ্নি করতে উৎসাহ দেওয়া জরুরি। আর এই ব্যাপারে মিউচুয়াল ফান্ডগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement