সূচক এই প্রথম ৩৫ হাজারে

বুধবার ৩৫ হাজারে পৌঁছে ফের নতুন মাইলফলক ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জের ওই সূচক। মাত্র সতেরো দিন আগে ২৬ ডিসেম্বর সূচক ৩৪ হাজার ছাড়িয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৪৭
Share:

উচ্ছ্বাস: নতুন শিখর ছুঁয়েছে সূচক। উদ্‌যাপন বিএসই-তে। ছবি: এএফপি।

মাত্র সতেরো দিনের লেনদেন। আর তাতেই সেনসেক্সের ঝুলিতে এল ১০০০ পয়েন্ট। পেরিয়ে গেল ৩৫ হাজারের বাধা।

Advertisement

বুধবার ৩৫ হাজারে পৌঁছে ফের নতুন মাইলফলক ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জের ওই সূচক। মাত্র সতেরো দিন আগে ২৬ ডিসেম্বর সূচক ৩৪ হাজার ছাড়িয়েছিল। পাশাপাশি উচ্চতার নতুন মাত্রায় পৌঁছে নজির গড়েছে এনএসই-র সূচক নিফ্‌টি।

এ দিন সেনসেক্স ৩১০.৭৭ পয়েন্ট বেড়ে শেষ হয় ৩৫,০৮১.৮২ অঙ্কে। ৮৮.১০ পয়েন্ট উঠে ১০,৭৮৮.৫৫ অঙ্কে থিতু হয় নিফ্‌টি।

Advertisement

কিছু দিন আগেই খরচ সামলাতে কেন্দ্র ঘোষণা করেছিল, চলতি অর্থবর্ষে ৫০ হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেবে তারা। কিন্তু এ দিন তারা জানিয়েছে, ২০ হাজার কোটি টাকার মধ্যেই তা বেঁধে রাখা সম্ভব হবে। এর থেকে বোঝা যাচ্ছে, রাজকোষ ঘাটতি বেঁধে রাখার জায়গায় এসেছে তারা। যা দেশের আর্থিক অবস্থার হাল ফেরার ইঙ্গিত হিসেবেই দেখছে শেয়ার বাজার মহল। কেন্দ্রের ওই ঘোষণার পরেই শেয়ার বাজার দ্রুত উঠতে শুরু করে।

এ দিন ইউরোপ ও এশিয়ার বাজারে সূচকের পতন হয়েছে। কিন্তু দেশের বাজার তাতে আমল দেয়নি।

বাজারের হাল দেখে বিদেশি লগ্নি সংস্থাগুলিও ফের লগ্নি করছে। গত মঙ্গলবার থেকে দু’দিনের লেনদেনেই তারা ভারতে ঢেলেছে ১,৩১৮.৩০ কোটি টাকা। এ দিন তারা ৬২৫.১৩ কোটি টাকার শেয়ার কিনেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন