মঙ্গলবারও অস্থির শেয়ার বাজার

সোমবারের পতনের পর মঙ্গলবারও চূড়ান্ত অস্থিরতা বজায় রয়েছে শেয়ার বাজারে। এ দিন এক সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নেমে গিয়েছিল ১১০ পয়েন্ট। দাঁড়িয়েছিল প্রায় ২৫,৫১৪ অঙ্কে। পরে দুপুরের দিকে তা কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু বাজারে এখনও সে রকম উত্থান চোখে পড়েনি। উল্লেখ্য, সোমবার সেনসেক্স ৫৩৭ পয়েন্ট নেমেছিল। একই পথে হেঁটেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ১৫:৩৯
Share:

সোমবারের পতনের পর মঙ্গলবারও চূড়ান্ত অস্থিরতা বজায় রয়েছে শেয়ার বাজারে। এ দিন এক সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নেমে গিয়েছিল ১১০ পয়েন্ট। দাঁড়িয়েছিল প্রায় ২৫,৫১৪ অঙ্কে। পরে দুপুরের দিকে তা কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু বাজারে এখনও সে রকম উত্থান চোখে পড়েনি। উল্লেখ্য, সোমবার সেনসেক্স ৫৩৭ পয়েন্ট নেমেছিল। একই পথে হেঁটেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও।

Advertisement

বিশেষজ্ঞদের মতে অবশ্য এই পতন সম্পূর্ণ ভাবেই চিনের অর্থনীতি ঘিরে তাৎক্ষণিক আশঙ্কার জের। এর সঙ্গে ভারতীয় অর্থনীতির সে ভাবে কোনও সম্পর্ক নেই। বরং দেশের আর্থিক অবস্থা এখন অনেকটাই ভাল। ফলে আগামী দিনে বাজার বাড়ারই সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা। তবে একাংশের অবশ্য দাবি, ফেব্রুয়ারিতে বাজেট প্রস্তাব পেশের আগে পর্যন্ত কিছুটা অস্থির থাকবে বাজার।

এ দিকে, সোমবার প্রায় ৭ শতাংশ পড়ার পর, এ দিন সকালের লেনদেনে ফের ৩ শতাংশ পড়েছে চিনের শেয়ার বাজার। চিনা অর্থনীতি নিয়ে আশঙ্কা এবং সরকারের আর্থিক গতি নিয়ে স্পষ্ট কোনও দিশা দিতে না-পারার জেরেই এই পতন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। প্রসঙ্গত, শেয়ার বাজারে ধস আটকাতে সম্প্রতি নতুন ব্যবস্থা (সার্কিট ব্রেকার) চালু করেছে চিন। যার প্রথম ব্যবহার দেখা গিয়েছে গত কালই। যার সাহায্যে পতন নির্দিষ্ট অঙ্ক পেরোলেই বন্ধ হয়ে যাবে লেনদেন।

Advertisement

পড়ুন

বছরের শুরুতেই ধস শেয়ার বাজারে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন