সাবধানী বাজারে সূচক পড়ল ৪৪৪

খুচরো মূল্যবৃদ্ধিতে কিছুটা স্বস্তি, কাঁটা সেই শিল্পোৎপাদন

খুচরো বাজারে মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা নেমে এলেও অর্থনীতিতে অশনি সঙ্কেত দেখাল শিল্পোৎপাদন। এই আশা-নিরাশার ছবি স্পষ্ট করেছে সোমবার প্রকাশিত জোড়া পরিসংখ্যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৬
Share:

খুচরো বাজারে মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা নেমে এলেও অর্থনীতিতে অশনি সঙ্কেত দেখাল শিল্পোৎপাদন। এই আশা-নিরাশার ছবি স্পষ্ট করেছে সোমবার প্রকাশিত জোড়া পরিসংখ্যান।

Advertisement

সরকারি পরিসংখ্যান অনুসারে অগস্টে খুচরো মূল্যবৃদ্ধি নেমে এসেছে ৬ শতাংশের নীচে। মূলত শাক-সব্জির দাম ঢিমেতালে বাড়ার জেরেই তা কমে হয়েছে ৫.০৫%, গত পাঁচ মাসে যা সবচেয়ে কম। ২০১৬ সালের মার্চে ৪.৮৩ শতাংশে নামার পরে এই হার এত নীচে যায়নি। কিন্তু চড়া বাজার দরের চাপ কিছুটা কমলেও জুলাইয়ে শিল্পোৎপাদন তো বাড়েইনি, বরং সরাসরি কমেছে ২.৪%। ছুঁয়েছে আট মাসের তলানি। মূলত কল-কারখানায় ও মূলধনী পণ্যের উৎপাদন কমার প্রভাবই পড়েছে এতে।

এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানান, শিল্পকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্ক তার অক্টোবরের ঋণনীতিতে সুদ কমানোর পথে হাঁটবে বলেই তাঁর ধারণা। শিল্পমহলও একই দাবি তুলেছে। পাশাপাশি চাহিদাকে টেনে তুলে শিল্পের চাকায় গতি ফেরাতে তারা সরকারি লগ্নি বাড়ানোর সুপারিশও করেছে।

Advertisement

এ দিকে, সোমবার এই পরিসংখ্যান প্রকাশের আগে শেয়ার বাজারের ঝাঁপ বন্ধ হলেও লগ্নিকারীরা ছিলেন সাবধানী। ফলে সেনসেক্স পড়ে প্রায় ৪৪৪ পয়েন্ট। থামে ২৮,৩৫৩.৫৪ পয়েন্টে, যা গত দু’সপ্তাহে সবচেয়ে নীচে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement