ধস চিনা বাজারে

ব্যাঙ্ক শেয়ারের হাত ধরে ফের পড়ল সেনসেক্স

আগের দিন ১৬৬ পয়েন্ট বাড়ার পরে শুক্রবার সেনসেক্স পড়েছে ৮৪.১৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৭,৮১১.৮৪ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০২:৩০
Share:

আগের দিন ১৬৬ পয়েন্ট বাড়ার পরে শুক্রবার সেনসেক্স পড়েছে ৮৪.১৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৭,৮১১.৮৪ অঙ্কে।

Advertisement

আরবিআই বৃহস্পতিবার আর্থিক স্থিতি সংক্রান্ত রিপোর্টে ব্যাঙ্কগুলির সম্পদের মান নিয়ে উদ্বেগ জানানোর জেরেই এই পতন। ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ বাড়া নিয়েও সতর্ক করেছে শীর্ষ ব্যাঙ্ক। এর বিরূপ প্রভাবই এ দিন বিভিন্ন ব্যাঙ্কের শেয়ারের দামে পড়েছে বলে বাজার সূত্রের খবর। পাশাপাশি, চিনের শেয়ার বাজারে এ দিন ধস নামে। গত এক বছর ধরে প্রায় ৬০% বাড়ার পরে শুক্রবার এক ধাক্কায় প্রায় ২০% পড়ে যায় চিনা বাজার, যার প্রভাব পড়ে এশীয় ও ভারতের বাজারে। অন্য দিকে, গ্রিস এখনও ঋণ মেটানো নিয়ে চুক্তি করতে সক্ষম না-হওয়ার খবরও বাজারে ছাপ ফেলেছে।

এ দিন বিএসই-র ব্যাঙ্কিং সূচক পড়েছে ০.৭৪%। বিশেষ করে পড়ে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের দর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement