সাবধানী বাজারে পড়ল শেয়ার সূচক

প্রাক্‌-বাজেট আর্থিক সমীক্ষায় দেশের বৃদ্ধির হার কম হবে বলে ইঙ্গিত মেলার জেরে মঙ্গলবার পড়ল শেয়ার বাজার। পাশাপাশি, মার্কিন প্রতিনিধিসভায় পেশ হওয়া ভিসা বিলে সে দেশে ব্যবসার ক্ষেত্রে বিপদের ইঙ্গিত পেয়েছে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩৪
Share:

প্রাক্‌-বাজেট আর্থিক সমীক্ষায় দেশের বৃদ্ধির হার কম হবে বলে ইঙ্গিত মেলার জেরে মঙ্গলবার পড়ল শেয়ার বাজার। পাশাপাশি, মার্কিন প্রতিনিধিসভায় পেশ হওয়া ভিসা বিলে সে দেশে ব্যবসার ক্ষেত্রে বিপদের ইঙ্গিত পেয়েছে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প। এর প্রভাবেও পড়েছে সূচক। এ দিন সাবধানী বাজারে সেনসেক্সের পতন ১৯৩.৬০ পয়েন্ট। নিফ্‌টি পড়েছে ৭১.৪৫ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সেনসেক্স ২৭,৬৫৫.৯৬ এবং নিফ্‌টি ৮,৫৬১.৩০ অঙ্কে এসে থামে।

Advertisement

সমীক্ষা অনুসারে, চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি দাঁড়াবে ৬.৫%। এর আগে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাই-জেশনের পূর্বাভাস ছিল, ২০১৬-’১৭ সালে আর্থিক বৃদ্ধি ৭.১% ছোঁবে। বিশেষজ্ঞদের ধারণা, নোট বাতিলের জেরে আর্থিক ক্ষেত্রে যে ডামাডোল সৃষ্টি হয়েছে, বৃদ্ধি কমার পিছনে তার উল্লেখযোগ্য ভূমিকা থাকবে।

আজ বুধবার বাজেট। বাজার মহল আশা করছে, সেখানে আয়করের বোঝা কমানো-সহ এমন কিছু প্রস্তাব ঘোষণা করা হতে পারে, যা সূচককে চাঙ্গা করতে বিশেষ সহায়ক হবে।

Advertisement

অনেক বিশেষজ্ঞের অবশ্য মত, ২০১৬-র তুলনায় ২০১৭ সালে বাজারের হাল ভাল থাকবে। এইচডিএফসি সিকিউরিটিজের এমডি-সিইও ধীরাজ রেলি বলেন, ‘‘২০১৬ সালে শেয়ার বাজার বেড়েছে ৩ শতাংশের মতো। সাধারণত দেখা যায়, কোনও বছর বাজার খারাপ গেলে পরের বছর তা চাঙ্গা হয়ে ওঠে। তাই আমার আশা ২০১৭ সালে ভারতের শেয়ার বাজার আরও বেশি হারে এগোবে।’’

রেলির বক্তব্য, ২০১৬ সালে দেশে এবং বিদেশের একাধিক ঘটনা বাজারের হাল খারাপ করার ক্ষেত্রে কাজ করেছে। এর মধ্যে বিশেষ করে ব্রেক্সিটের সিদ্ধান্ত, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় ও ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানো উল্লেখযোগ্য। এ ছাড়া দেশে নোট বাতিলের বিরূপ প্রভাব তো রয়েইছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement