অনিশ্চিত বাজারে সেনসেক্স পড়ল ২৬ পয়েন্ট

আগের দুই দিনে প্রায় ৫১৩ পয়েন্ট ওঠার পর সোমবার সামান্য কিছুটা পড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স পড়েছে ২৬ পয়েন্ট। বাজার বন্ধের সময় তা এসে দাঁড়ায় ২৬,১৯২.৯৮ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০২:২০
Share:

ছবি: পিটিআই।

আগের দুই দিনে প্রায় ৫১৩ পয়েন্ট ওঠার পর সোমবার সামান্য কিছুটা পড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স পড়েছে ২৬ পয়েন্ট। বাজার বন্ধের সময় তা এসে দাঁড়ায় ২৬,১৯২.৯৮ অঙ্কে।

Advertisement

তবে অনিশ্চিত বাজারে এই দিনও সূচক দ্রুত ওঠানামা করেছে। আগের দু’দিন বাজার ওঠার ফলে এই দিন লেনদেন চালু হওয়ার পরই মুনাফার টাকা তুলে নিতে লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। যার জেরে এক সময় সেনসেক্স পড়ে যায় প্রায় ২৫০ পয়েন্ট। কিন্তু তার পরই ফের পড়তি বাজের শেয়ার কিনতে থাকেন লগ্নিকারীরা। বিশেষ করে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। যার জেরে দ্রুত উপরের দিকে উঠে আসে সূচক।

সম্প্রতি আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হার না-কমানোয় ভারতের লগ্নিকারীরা অনেকটাই নিশ্চিন্ত। যে কারণে টাকার দামও বেড়েছে কিছুটা। এই অবস্থায় স্বাভাবিক সময়ে বাজার চাঙ্গা হওয়ারই কথা। পাশাপাশি আগামী ২৯ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক ঋণনীতির পর্য়ালোচনায় বসবে। বাজারের আশা, সুদের হার কিছুটা কমানোর পদক্ষেপ করতে পারে শীর্ষ ব্যাঙ্ক। কিন্তু এই পরিস্থিতিতে বাজার উঠলেও, তা স্থায়ী হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞদের একাংশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন