সাত বছরে সর্বাধিক, রাজনের ভরসায় এক দিনে শেয়ার সূচক বাড়ল ৭৭৭ পয়েন্ট

বাজেটে ‘সুদিন’-এর গন্ধ পেতেই চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার! রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের ভরসায়। এক দিনে এত বড় লাফ! গত সাত বছরে এই প্রথম। সেনসেক্স বাড়ল ৭৭৭ পয়েন্ট। বাড়ল টাকার দামও। এক ডলার ভাঙালে এখন পাওয়া যাবে ৬৭ টাকা ৯৬ পয়সা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১৮:২৬
Share:

বাজেটে ‘সুদিন’-এর গন্ধ পেতেই চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার! রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের ভরসায়।

Advertisement

এক দিনে এত বড় লাফ! গত সাত বছরে এই প্রথম। সেনসেক্স বাড়ল ৭৭৭ পয়েন্ট। বাড়ল টাকার দামও। এক ডলার ভাঙালে এখন পাওয়া যাবে ৬৭ টাকা ৯৬ পয়সা।

কী আশায় মঙ্গলবার এত বড় লাফ দেখল মুম্বই শেয়ার বাজার?

Advertisement

অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশা, এ বার ‘রেপো রেট’ অনেকটাই কমাবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রধুরাম রাজন। গত সেপ্টেম্বরে ওই হার শেষ বারের মতো কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কারণ রয়েছে আরও একটি। বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেখিয়েছেন, আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতির পরিমাণ জিডিপি-র সাড়ে তিন শতাংশের মধ্যেই ধরে রাখা যাবে।

‘রেপো রেট’ কমানো হলে শেয়ার বাজারের কী লাভ?

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে তাদের কাজ চালানোর জন্য যে পরিমাণ টাকা দিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে সুদ দেয় ব্যাঙ্কগুলি। সেই সুদের হারকেই বলে ‘রেপো রেট’। দীর্ঘ দিন ধরেই ওই সুদের হার চড়া ছিল বলে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির অনুযোগ ছিল, ওই চড়া সুদের জন্যই কোনও উন্নয়নমূলক কাজে তাদের বিনিয়োগ বাড়াতে পারছে না ব্যাঙ্কগুলি। গত সেপ্টেম্বরে সেই ‘রেপো রেট’ কিছুটা কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এ বার যদি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সেই সুদের হার আরও কিছুটা কমান, তা হলে শেয়ার বাজারে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি তাদের বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে পারবে। তাতে শেয়ার বাজারে আরও বেশি টাকা ঢুকবে। বাজার আরও চাঙ্গা হবে। সেই আশাতেই মঙ্গলবার চড়চড়িয়ে উঠে যায় সেনসেক্সের ‘পারদ’।

আরও পড়ুন- পিএফ নিয়ে জেটলি কী বললেন, কী হতে চলেছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement