সূচক উঠল ৩৩১ পয়েন্ট

বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের খুচরো মূল্যবৃদ্ধি কমেছে। সেই খবরই শেয়ার বাজারকে চাঙ্গা করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০৪:২১
Share:

শেয়ারের পাশাপাশি ডলারের নিরিখে মঙ্গলবার টাকার দাম বেড়েছে।

অনিশ্চিত বাজারে ঘড়ির পেন্ডুলামের মতোই দুলছে সূচক। আগের দিন ৩৪৫.৫৬ পয়েন্ট পড়ার পর মঙ্গলবার এক লাফে সেনসেক্স বাড়ল ৩৩১.৫০ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা দাঁড়িয়েছে ৩৫,১৪৪.৪৯ অঙ্কে। নিফ্‌টি ১০০.৩০ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ১০,৫৮২.৫০ অঙ্কে। শেয়ারের পাশাপাশি ডলারের নিরিখে এ দিন টাকার দাম বেড়েছে। ১ ডলারের দাম ২২ পয়সা কমে হয়েছে ৭২.৬৭ টাকা।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের খুচরো মূল্যবৃদ্ধি কমেছে। সেই খবরই শেয়ার বাজারকে চাঙ্গা করেছে। বাজারমুখী হয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও। যদিও অনেকে মনে করিয়ে দিয়েছেন, আমেরিকা-চিনের বাণিজ্য যুদ্ধের উত্তাপ এখনও কমেনি। রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কেন্দ্রের বিরোধ এবং আসন্ন লোকসভা নির্বাচন। সব মিলিয়ে বাজার এখন অনিশ্চয়তার মধ্যে দিয়েই যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement