ডলারে টাকা বাড়ল ৪৬ পয়সা

সূচক দেড় মাস বাদে ফিরল ২৭ হাজারে

টানা ছ’দিন ধরেই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। বুধবারও সেনসেক্স প্রায় ১০৩ পয়েন্ট বেড়ে টপকে যায় ২৭ হাজার অঙ্ক। দৌড় শেষ করে ২৭,০৩৫.৮৫ পয়েন্টে। প্রায় দেড় মাস বাদে ২৭ হাজারে ফিরল বাজার। এই নিয়ে গত ছ’দিনে সেনসেক্স বাড়ল ১৪১৯ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ২৪.৫০ পয়েন্ট বেড়ে থামে ৮১৭৭.৪০ পয়েন্টে। পাশাপাশি, ডলারে টাকার দামও এ দিন ছিল গত দু’মাসে সবচেয়ে বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০২:২২
Share:

টানা ছ’দিন ধরেই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। বুধবারও সেনসেক্স প্রায় ১০৩ পয়েন্ট বেড়ে টপকে যায় ২৭ হাজার অঙ্ক। দৌড় শেষ করে ২৭,০৩৫.৮৫ পয়েন্টে। প্রায় দেড় মাস বাদে ২৭ হাজারে ফিরল বাজার। এই নিয়ে গত ছ’দিনে সেনসেক্স বাড়ল ১৪১৯ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ২৪.৫০ পয়েন্ট বেড়ে থামে ৮১৭৭.৪০ পয়েন্টে। পাশাপাশি, ডলারে টাকার দামও এ দিন ছিল গত দু’মাসে সবচেয়ে বেশি। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪.৯৫ টাকা। এ দিন টাকা বেড়েছে ৪৬ পয়সা।
রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর পর থেকেই বাড়ছে শেয়ার বাজার। রঘুরাম রাজনের এই সিদ্ধান্তের জেরে ঋণে সুদ কমাচ্ছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও, যা শিল্পে প্রাণ ফেরার আশা জাগিয়ে টেনে তুলছে সূচককে। তবে রাজনের দাওয়াই ছাড়াও এ দিন বাজারের উত্থানের পিছনে কাজ করেছে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়া। ব্রিটেনে উঁচু মানের তেল ব্রেন্টের দর ব্যারেল প্রতি প্রায় ৪০ সেন্ট বেড়ে ৫১ ডলার ছুঁয়েছে। মার্কিন বাজারেও অশোধিত তেল ব্যারেলে ৫৫ সেন্টের মতো বেড়ে ৫০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিশ্ব বাজারে ঝিমিয়ে থাকা তেলের দর চাঙ্গা হয়ে ওঠায় ভারতে তেল খনন সংস্থাগুলির শেয়ার দর ৫.৩% পর্যন্ত বেড়েছে। যার মধ্যে কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ার দর বেড়েছে ৫.৩%, ওএনজিসি ৩.৯৯% এবং অয়েল ইন্ডিয়া ২.৬৪%।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্ব বাজারে তেলের দর বাড়লে এই সব তেল উৎপাদনকারী সংস্থা আরও চড়া দামে তা বিক্রি করতে পারবে। ফলে বাড়তি মুনাফার সুযোগ পাবে। এই আশায় ভর করেই এ দিন লগ্নিকারীরা তাদের শেয়ার কিনতে ভিড় করেন, যার জেরে বেড়ে যায় দর। পাশাপাশি, অশোধিত তেলের দর বাড়াকে বিশ্ব অর্থনীতির চাঙ্গা হয়ে ওঠার ইঙ্গিত বলে ধরে নিচ্ছে শেয়ার বাজার। ফলে এ দিন সার্বিক ভাবে বেড়েছে বাজার। সেনসেক্সের আওতায় থাকা ৩০টির মধ্যে উঠেছে ২১টিই। শেয়ার বাজার ওঠার জেরেই বেড়েছে টাকার দাম, মূলত বিদেশি লগ্নিকারীদের শেয়ার কেনার হাত ধরে।
এশীয় বাজার এ দিন বেড়েছে। ইউরোপে অবশ্য কিছু সূচকের মুখ ছিল নীচের দিকে। খোলার পরে সামান্য বেড়েছে মার্কিন বাজারও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন