বিহারে নির্বাচনী ফলের পরেই সেনসেক্স পড়ল ৪৭০ পয়েন্ট

বিহার নির্বাচনের ফল বেরনোর পর বাজারে যে হালকা হলেও টালমাটাল চলবে সেই নিয়ে সংশয় ছিল বিশেষজ্ঞদের মনে। আর তাঁদের শঙ্কাকে সত্যি প্রমাণ করে সকালের লেনদেনে সেনসেক্স পড়ল ৪৭০ পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ১০:৩৯
Share:

বিহার নির্বাচনের ফল বেরনোর পর বাজারে যে হালকা হলেও টালমাটাল চলবে সেই নিয়ে সংশয় ছিল বিশেষজ্ঞদের মনে। আর তাঁদের শঙ্কাকে সত্যি প্রমাণ করে সকালের লেনদেনে সেনসেক্স পড়ল ৪৭০ পয়েন্ট। ৩০টি শেয়ারের দাম নিয়ে তৈরি এই শেয়ার সূচক এখনও ওঠানামা করছে। শেয়ার সূচক আজ সকালের লেনদেন ২৫,৮১৬ পয়েন্ট ছুঁয়ে ২৫,৬৫৬ পয়েন্টে পড়ে যায়।

Advertisement

বিশেষজ্ঞদের বক্তব্য, শেয়ার বাজার, আন্তর্জাতিক বাজার এবং বিহার নির্বাচনের ফল যা ভারতের বাজারে কী প্রভাব ফেলবে তা বোঝার চেষ্টা করছে। এবং সেই জন্যই সূচকে এই ওঠাপড়া। যত ক্ষণ না পর্যন্ত বাজার সামগ্রিক পরিস্থিতি তাদের মতো করে বুঝে উঠতে পারছে, তত ক্ষণই এই ওঠাপড়া চলতে থাকবে। তবে বিহার নির্বাচনের কারণে সূচকের এই অশান্ত নড়াচড়া নেহাতই সাময়িক বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement