রিজার্ভ ব্যাঙ্ক ঋণ বাড়ানোর পথ খোলায় খুশি বাজার

রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার অপরিবর্তিত রাখায় সাধারণ ভাবে অখুশি নয় শেয়ার বাজার। যার জন্য বুধবার সেনসেক্স ৮০.৭২ পয়েন্ট এবং নিফ্‌টি ২৬.৭৫ পয়েন্ট উপরে উঠে শেষ হয় ৩১,২৭১.২৮ অঙ্কে এবং ৯,৬৬৩.৯০ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ০২:৩০
Share:

রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার অপরিবর্তিত রাখায় সাধারণ ভাবে অখুশি নয় শেয়ার বাজার। যার জন্য বুধবার সেনসেক্স ৮০.৭২ পয়েন্ট এবং নিফ্‌টি ২৬.৭৫ পয়েন্ট উপরে উঠে শেষ হয় ৩১,২৭১.২৮ অঙ্কে এবং ৯,৬৬৩.৯০ অঙ্কে। এ দিন টাকার দামও বেড়েছে। ডলারের সাপেক্ষে টাকার দাম ১০ পয়সা বাড়ায় প্রতি ডলারের দাম এসে দাঁড়ায় ৬৪.৩৩ পয়সা।

Advertisement

সুদ না-কমালেও বাধ্যতামূলক ভাবে সরকারি ঋণপত্রে ব্যাঙ্কগুলির লগ্নির হার (এসএলআর) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ২০% করেছে শীর্ষ ব্যাঙ্ক। এতে বাণিজ্যিক ব্যাঙ্কের হাতে ঋণ দেওয়ার জন্য আসবে বেশি টাকা। এই পদক্ষেপে খুশি বাজার।

এ দিন লেনদেন শুরুর পরে সূচক অনেকটাই বেড়েছিল। তবে পরের দিকে মুনাফার টাকা তুলতে শেয়ার বিক্রির জেরে নামে সূচক। পুরো সময়ে সেনসেক্স ওঠা-নামা করেছে ১৭৪ পয়েন্ট। পাশাপাশি, বর্ষা যতটা হবে বলে মনে করা হয়েছিল, তার থেকেও বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সূচক বৃদ্ধির পিছনে তা কাজ করেছে বলে বাজার সূত্রের খবর।

Advertisement

ব্যাঙ্কের শেয়ার কেনার দিকেই ঝোঁক বেশি লগ্নিকারীদের। উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের দর। পাশাপাশি গাড়ি, স্বাস্থ্য পরিষেবা, ভোগ্যপণ্য ও বিদ্যুৎ উৎপাদন সংস্থার শেয়ারের চাহিদাও লক্ষ করা গিয়েছে।

বিশ্ব বাজারেও সূচকের উত্থান-পতন তেমন হয়নি। আজ ব্রিটেনে ভোটের আগে লগ্নিকারীরা শেয়ার কেনাবেচায় রাশ টানাই যার কারণ।

আরবিআইয়ের সায় নিয়ে মশলা বন্ড। বিদেশের বাজারে টাকার বন্ড (মশলা বন্ড) ছেড়ে তহবিল জোগাড় করতে হলে সংস্থাকে এখন থেকে রিজার্ভ ব্যাঙ্কের আগাম অনুমতি নিতে হবে। শীর্ষ ব্যাঙ্কের বিদেশি মুদ্রা বিভাগ এই বন্ড ইস্যুর প্রস্তাব খতিয়ে দেখে তবেই সায় দেবে। এ ছাড়া অর্থবর্ষে ৫ কোটি ডলার পর্যন্ত মশলা বন্ড ছাড়লে তার মেয়াদ হবে তিন বছর। ইস্যুর আকার তার বেশি হলে মেয়াদ হবে পাঁচ বছর। এর আগে সব বন্ডের মেয়াদ ছিল অন্তত পাঁচ বছর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন