ব্রেক্সিটের ধাক্কা সামলে শেয়ার বাজার চাঙ্গাই

বিশেষজ্ঞদের আশঙ্কাকে ভ্রান্ত প্রমাণ করে টানা বাড়ছে শেয়ার বাজার। সম্প্রতি ব্রেক্সিটের পরে বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, শেয়ার বাজারে বেশ কিছু দিন মন্দা চলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০৩:৩১
Share:

বিশেষজ্ঞদের আশঙ্কাকে ভ্রান্ত প্রমাণ করে টানা বাড়ছে শেয়ার বাজার। সম্প্রতি ব্রেক্সিটের পরে বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, শেয়ার বাজারে বেশ কিছু দিন মন্দা চলবে। কিন্তু গত ২৪ জুন ইউরোপীয় ইউনিয়নে না-থাকার পক্ষে ব্রিটেনের গণভোটের ফল প্রকাশের দিন বাজারে বড় মাপের ধস নামলেও কার্যত পরের দিন থেকেই নিজেকে সামলে নিয়েছে শেয়ার বাজার। বড় মাপের পতন তো আর হয়ইনি, উল্টে ক্রমশ উঠছে সূচকের পারা।

Advertisement

শুক্রবার সপ্তাহের শেষ লেনদেনের দিন সেনসেক্স এক লাফে বেড়ে গিয়েছে ১৪৫ পয়েন্ট। পাশাপাশি এনএসই-র সূচক নিফ্‌টিরও উত্থান হয়েছে ৪০.৬০ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে এ দিন সেনসেক্স ছিল ২৭,১৪৪.৯১ অঙ্কে। নিফ্‌টি থিতু হয় ৮,৩২৮.৩৫ অঙ্কে।

শেয়ার বাজার ওঠার পিছনে একাধিক কারণ কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, বর্ষা ভাল হচ্ছে। জুন মাসে সাধারণত যা হয়, তার থেকে ১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার বেতন কমিশনের সুপারিশ কার্যকর করলে বাজারে চাহিদা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ইতিবাচক প্রভাব দেশের শিল্প ক্ষেত্রে পড়়বে বলে তাঁদের ধারণা। তৃতীয়ত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, খুচরো ব্যবসা-সহ বেশ কিছু ক্ষেত্রে বিদেশি লগ্নির পথ প্রশস্ত করেছে। এটাও শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে লগ্নিকারীদের উৎসাহিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

এ দিন ডলারে টাকার দামও ২০ পয়সা বাড়ায় প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৭.৩২ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন