Share Market

তিন দিন উত্থানের পর মুখ থুবড়ে পড়ল আদানিদের বিভিন্ন সংস্থা, ধাক্কা খেল শেয়ার বাজারও

মুখ থুবড়ে পড়েছে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার। নিফটিতে আদানি এন্টারপ্রাইজ়ের বাজারদর পড়েছে ৬ শতাংশ, আদানি পোর্টের দাম কমেছে ২.১৫ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৬:৩২
Share:

শেয়ার মার্কেটে ধাক্কা, পড়ল নিফটি, সেনসেক্স —ফাইল চিত্র

বিশ্ব বাজারে পতনের ইঙ্গিত ছিলই, সেই মতো ফলাফলও মিলল। সকাল থেকে শেয়ার বাজার সূচক উঠতির দিকে থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হতাশা বাড়তে থাকে বিনিয়োগকারীদের। দিনের শেষে ২০৮ পয়েন্ট পড়েছে সেনসেক্স, ৬২ পয়েন্ট নেমেছে নিফটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কিং এবং মেটাল সেক্টর। লার্জ ক্যাপের দুর্দিনে লাভের মুখ দেখল স্মল ক্যাপ এবং মিড ক্যাপ।

Advertisement

সেনসেক্সে লাভের মুখ দেখল সান ফার্মা, টাইটান, আইটিসি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংস্থাগুলির মধ্যে এ দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আদানিরা। তিন দিনের বেশি স্থায়ী হল না আদানিদের দৌড়। এ দিন মুখ থুবড়ে পড়েছে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার। নিফটিতে আদানি এন্টারপ্রাইজ়ের বাজারদর পড়েছে ৬ শতাংশ, আদানি পোর্টের দাম কমেছে ২.১৫ শতাংশ। অন্য দিকে, সেনসেক্সে লাভের মুখ দেখল সান ফার্মা, টাইটান, আইটিসি।

প্রসঙ্গত, এ দিন ১৪ পয়সা বেড়েছে টাকার দাম। ২৪ মে দিনের শেষে ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮২ টাকা ৬৬ পয়সা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন