সীতারমনের দাবি

শুধু ভারতে নয়, কর্পোরেট দুনিয়ায় কিছু সংস্থার অসৎ আচরণের গল্প বিশ্বের যে কোনও জায়গায় কান পাতলেই শোনা যায়। ফলে ঋণ শোধ না দিয়ে বিজয় মাল্য যে অন্যায় করেছেন, সেটা দেশে-বিদেশে ভারতীয় সংস্থাগুলির ভাল কাজের কৃতিত্বকে কোনও ভাবেই খাটো করতে পারবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০৩:২৯
Share:

শুধু ভারতে নয়, কর্পোরেট দুনিয়ায় কিছু সংস্থার অসৎ আচরণের গল্প বিশ্বের যে কোনও জায়গায় কান পাতলেই শোনা যায়। ফলে ঋণ শোধ না দিয়ে বিজয় মাল্য যে অন্যায় করেছেন, সেটা দেশে-বিদেশে ভারতীয় সংস্থাগুলির ভাল কাজের কৃতিত্বকে কোনও ভাবেই খাটো করতে পারবে না। শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন। বরং এর থেকে দেশকে শিক্ষা নিতে এবং এ রকম ঘটনার পুনরাবৃত্তি রুখতে কোনও সিদ্ধান্তের আগে সব খতিয়ে দেখার আবেদন জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement