লাভের মুখ দেখায় ফের ভাড়ায় ছাড় স্পাইসজেটে

আবার বিমান ভাড়ায় ছাড় ঘোষণা করল স্পাইসজেট। বহু বছর পরে আর্থিক লাভের মুখ দেখেছে এই সংস্থা। হাতবদল হয়েছে মালিকানার। দশ বছর পূর্তি উপলক্ষে গত মাসেই সস্তায় টিকিট ছেড়েছিল তারা। এ বার মুনাফা হওয়ায় দু’দিনের জন্য এই বিশেষ ভাড়ার কথা ঘোষণা করা হয়েছে। সংস্থা জানিয়েছে, মঙ্গলবার থেকে ৪ জুনের মধ্যে কয়েকটি ছোট রুটে ১২৯৯ টাকায় টিকিট পাওয়া যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:৩০
Share:

আবার বিমান ভাড়ায় ছাড় ঘোষণা করল স্পাইসজেট। বহু বছর পরে আর্থিক লাভের মুখ দেখেছে এই সংস্থা। হাতবদল হয়েছে মালিকানার। দশ বছর পূর্তি উপলক্ষে গত মাসেই সস্তায় টিকিট ছেড়েছিল তারা। এ বার মুনাফা হওয়ায় দু’দিনের জন্য এই বিশেষ ভাড়ার কথা ঘোষণা করা হয়েছে। সংস্থা জানিয়েছে, মঙ্গলবার থেকে ৪ জুনের মধ্যে কয়েকটি ছোট রুটে ১২৯৯ টাকায় টিকিট পাওয়া যাবে। এ ক্ষেত্রে আগরতলা-গুয়াহাটি, মুম্বই-আমদাবাদের মতো রুটের কথা বলা হয়েছে। অন্য রুটেও সস্তার টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছে স্পাইস। শর্ত দেওয়া হয়েছে, ২০ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ওই টিকিট ব্যবহার করতে হবে।

Advertisement

ভাড়ায় ছাড়ের কথা ঘোষণা করেছে জেট এয়ারওয়েজও। তবে, তারা শুধু আন্তর্জাতিক রুটে মূল ভাড়ার উপরে ৩০% ছাড় দেবে। ৪ জুনের মধ্যে ১৪ সেপ্টেম্বরের পরের টিকিট কাটতে হবে। যেহেতু এতিহাদ বিমান সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে জেট, তাই এই সুবিধা এতিহাদের টিকিটের ক্ষেত্রেও পাওয়া যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন