কৃষি, ছোট উদ্যোগে ঋণ দিতে ব্যাঙ্ক স্তরে কমিটি চায় রাজ্য

কৃষি, ছোট ও মাঝারি শিল্প, তাঁত শিল্প, স্বনির্ভর গোষ্ঠী-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্কঋণ পাওয়ার বিষয়টি দেখাশোনা করার জন্য বিশেষ কমিটি গঠনের পক্ষে রাজ্য। শনিবার রাজ্য ভিত্তিক ব্যাঙ্কগুলির কমিটি বা এসএলবিসি-র বৈঠকে এই প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০২:১৫
Share:

কৃষি, ছোট ও মাঝারি শিল্প, তাঁত শিল্প, স্বনির্ভর গোষ্ঠী-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্কঋণ পাওয়ার বিষয়টি দেখাশোনা করার জন্য বিশেষ কমিটি গঠনের পক্ষে রাজ্য। শনিবার রাজ্য ভিত্তিক ব্যাঙ্কগুলির কমিটি বা এসএলবিসি-র বৈঠকে এই প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

তৃণমূল স্তরের বিভিন্ন ক্ষেত্রে যাতে ব্যাঙ্কঋণ পৌঁছয়, তার জন্য চারটি কমিটি গঠন করতে এসএলবিসিকে প্রস্তাব দেন অমিতবাবু। তিনি বলেন, এ ব্যাপারে সময় বেঁধে কাজ করতে হবে। এর জন্য ওই কমিটিগুলি তৈরি করে জুলাই মাসের মধ্যেই বৈঠক করার জন্য উদ্যোগী হতে এসএলবিসিকে আর্জি জানান অমিতবাবু।

রাজ্যে জমার অনুপাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ (ক্রেডিট ডিপোজিট রেশিও) বৃদ্ধি পেয়েছে বলে এ দিন সন্তোষ প্রকাশ করেন অথর্মন্ত্রী। তিনি বলেন, ওই অনুপাতের পরিমাণ বেড়ে বর্তমানে ৬৮ শতাংশ হয়েছে। অর্থাৎ রাজ্য থেকে ব্যাঙ্কগুলি যত আমানত সংগ্রহ করছে, তার ৬৮ শতাংশই এই রাজ্যে ঋণ দিচ্ছে তারা।

Advertisement

এই দিন বিভিন্ন ব্যাঙ্কের হাল নিয়ে আলোচনা করা হয় এসএলবিসিতে। ইউনাইটেড ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পি শ্রীনিবাস জানান, কৃষি ক্ষেত্রে তাঁরা ঋণের পরিমাণ আগের অর্থবর্ষের থেকে ২০১৪-’১৫ সালে ১২.৯০% বাড়িয়ে ২৩,৩২৭ কোটি টাকা করেছেন। পাশাপাশি, ছোট ও মাঝারি শিল্পে ঋণ দেওয়া হয়েছে ১৫,০৪৬ কোটি। বার্ষিক ঋণ পরিকল্পনায় ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রে ঋণ দেওয়ার যে-লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, তার ৯২ শতাংশই তাঁরা পূরণ করতে পেরেছেন বলে দাবি করেন শ্রীনিবাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন