ছোট শিল্পেও জমিতে কড়া রাজ্য

পরে বিজয় বলেন, ‘‘শিল্প তালুকে লিজে জমি মেলে। তা ফেলে রাখলে সেই লিজ বাতিল করে অন্য সংস্থাকে জমি দেওয়া হবে।’’ তাঁর দাবি, বেশ কিছু সংস্থাকে এ জন্য নোটিসও দেওয়া হয়েছে। এতে শিল্পে গতি আসবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০৩:২৩
Share:

শিল্প তালুকে জমি নিয়েও ফেলে রাখলে তা ফিরিয়ে নেওয়ার হুঁশিয়াির বড় সংস্থাগুলিকে আগেই দিয়েছিল রাজ্য। এ বার ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও একই পদক্ষেপ করছে তারা।

Advertisement

ছোট শিল্পকে সহজে পুঁজি জোগাতে শিল্প, রাজ্য ও বিশেষজ্ঞদের নিয়ে বৃহস্পতিবার সিআইআইয়ের সভায় জমি প্রসঙ্গ তোলেন রাজ্যে সংশ্লিষ্ট দফতরের অধিকর্তা বিজয় ভারতী। জানান, এই শিল্পোন্নয়ন নিগমের তালুকে বহু সংস্থা জমি নিয়েও প্রকল্পের কাজ শুরু করেনি। বহু ক্ষেত্রে ১৫ বছরও। রাজ্য তাদের সরাবে।

পরে বিজয় বলেন, ‘‘শিল্প তালুকে লিজে জমি মেলে। তা ফেলে রাখলে সেই লিজ বাতিল করে অন্য সংস্থাকে জমি দেওয়া হবে।’’ তাঁর দাবি, বেশ কিছু সংস্থাকে এ জন্য নোটিসও দেওয়া হয়েছে। এতে শিল্পে গতি আসবে।

Advertisement

তবে সূত্রের খবর, সরকারি সায় না মেলায় অনেকে জমি ফেলে রাখতে বাধ্য হয়। যদিও রাজ্যের দাবি, দ্রুত অনুমতির জন্যও কিছু ব্যবস্থা চালু হয়েছে। এ দিকে, আগামী ২০-২১ অগস্ট রাজারহাটে ছোট-মাঝারি শিল্পের জন্য সম্মেলন করছে রাজ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন