Share Market

বর্ষশেষে টানা চার দিন পড়ল শেয়ার বাজার, টাকা কমে আবার প্রায় ৯০-এর ঘরে

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি যথারীতি অব্যাহত রেখেছে ভারতে শেয়ার বিক্রির ধারা। এ দিন তারা বেচেছে ২৭৫৯.৮৯ কোটি টাকার। গত চার দিনে মোট লগ্নি তুলে নিয়েছে ৬৫৯৩.৫১ কোটির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

টানা পড়ে চলেছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স মাথা নামিয়েছে ৩৪৫.৯১ পয়েন্ট। বাজার বন্ধের সময় তা ছিল ৮৪,৬৯৫.৫৪ অঙ্কে। এ নিয়ে টানা চার দিন পড়ল সূচকটি। নিফ্‌টি ১০০.২০ পয়েন্ট পড়ে থেমেছে ২৫,৯৪২,১০ অঙ্কে। বড়দিনের ছুটিতে লগ্নিকারীদের অনেককেই হাত গুটিয়ে রাখাই সূচকের পতনের প্রধান কারণ বলে বাজার সূত্রের খবর। ডলারের সাপেক্ষে অবশ্য বেড়েছে টাকার দাম। প্রতি ডলারের দর ৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৮৯.৯৮ টাকায়।

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি যথারীতি অব্যাহত রেখেছে ভারতে শেয়ার বিক্রির ধারা। এ দিন তারা বেচেছে ২৭৫৯.৮৯ কোটি টাকার। গত চার দিনে মোট লগ্নি তুলে নিয়েছে ৬৫৯৩.৫১ কোটির। তবে সূচকের আরও পতন রুখে দিয়েছে ভারতীয় আর্থিক সংস্থাগুলির লগ্নি। চার দিনে ঢেলেছে ১০,৬১০.১২ কোটি টাকা।

এ দিকে টাকার দাম উঠলেও, তা ঘুরে দাঁড়িয়েছে বলে মানতে নারাজ বিশেষজ্ঞেরা। পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘এটা সাময়িক। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এর থেকে অনেক বেশি দাম কমেছে চিনের মুদ্রার। যা রফতানিতে সে দেশের সংস্থাগুলিকে সাহায্য করেছ। ডলার ৯৫-৯৬ টাকায় এলে তা ভারতের রফতানি বৃদ্ধির সহায়ক হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন