১০% পড়ল টাটা মোটরসের শেয়ার দর

চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে একাধিক ব্লু চিপ সংস্থার মুনাফা উল্লেখযোগ্য ভাবে কমেছে। মুনাফা কমার শীর্ষে রয়েছে টাটা মোটরস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৭
Share:

চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে একাধিক ব্লু চিপ সংস্থার মুনাফা উল্লেখযোগ্য ভাবে কমেছে। মুনাফা কমার শীর্ষে রয়েছে টাটা মোটরস। গাড়ি তৈরির ওই অগ্রণী সংস্থার নিট মুনাফা আগের বারের থেকে ৯৬.২২ শতাংশ কমেছে। পাশাপাশি বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেট এবং নির্মাণ সংস্থা ডিএলএফের মুনাফাও কমেছে উল্লেখযোগ্য ভাবে। স্পাইসজেটের নিট মুনাফা কমেছে আগেরবারের থেকে ২৪ শতাংশ এবং ডিএলএফের ৪৬ শতাংশ। এর জেরেই হতাশ শেয়ার বাজার। বেশ কিছু প্রথম সারির সংস্থার আর্থিক ফলাফল মুখ থুবড়ে পড়ার বিরূপ প্রভাব বুধবার এসে পড়েছে শেয়ার বাজারে। এ দিন এক ধাক্কায় টাটা মোটরসের শেয়ার দর বিএসই-তে পড়েছে ১০ শতাংশের বেশি। বাজারে মোট শেয়ার মূল্য নেমে এসেছে ১৫,০৬৮ কোটি টাকায়। এনএসই-তে টাটা মোটরস পড়েছে ৯.৪৫ শতাংশ।

Advertisement

পাশাপাশি, ডিএলএফ এবং স্পাইসজেটের শেয়ার দরও এ দিন পড়েছে ৭ শতাংশ করে।

বুধবার সেনসেক্সের পতন হয়েছে প্রায় ১৮৪ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক ছিল এসে দাঁড়ায় ২৮,১৫৫.৫৬ অঙ্কে। সেনসেক্সের পাশাপাশি এই দিন পড়েছে নিফ্‌টিও। দিনের শেষে তা আগের দিনের থেকে ৬৭.৬০ পয়েন্ট নীচে নেমে থিতু হয় ৮,৭২৪.৭০ অঙ্কে।

Advertisement

তবে শিল্প সংস্থাগুলির খারাপ আর্থিক ফলাফলের পাশাপাশি আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফের সুদের হার বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আগামী মার্চ মাসে আমেরিকায় সুদের হার বৃদ্ধির প্রয়োজন দেখা দিতে পারে বলে এই দিন আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেন মন্তব্য করেন। এই মন্তব্যও সূচকের পতনে এই দিন উল্লেখযোগ্য ভাবে ইন্ধন জুগিয়েছে বলে শেয়ার বাজার সূত্রের খবর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন