ব্রিটেনে কারখানা গোটাচ্ছে টাটা স্টিল

আজ ইউরোপে টাটা স্টিলের সিইও হেনরিক অ্যাডম ব্রিটেনের সাউথ ওয়েলসে তাঁদের ওআরবি ইলেকট্রিক স্টিল কারখানাটি বন্ধ করার কথা জানান।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪০
Share:

ছবি সংগৃহীত।

ইস্পাতের চাহিদা কমায় গত মাসেই লগ্নি ছাঁটাই ও ইউরোপে কিছু শাখা সংস্থা বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন টাটা স্টিলের এমডি-সিইও টি ভি নরেন্দ্রন। আজ, সংস্থাটি দীর্ঘ দিন ধরে লোকসানে চলা ব্রিটেনে তাদের একটি কারখানার ঝাঁপ বন্ধ করার কথা জানাল। ফলে কাজ হারাবেন প্রায় ৪০০ জন শ্রমিক।

Advertisement

আজ ইউরোপে টাটা স্টিলের সিইও হেনরিক অ্যাডম ব্রিটেনের সাউথ ওয়েলসে তাঁদের ওআরবি ইলেকট্রিক স্টিল কারখানাটি বন্ধ করার কথা জানান। তাঁর দাবি, কানাডা ও সুইডেনে তাদের অন্য কারখানা বিক্রি করতে পারলেও ব্রিটেনের ওই কারখানাটির ক্ষেত্রে সব সম্ভাবনা খতিয়ে দেখেও সমাধান সূত্র বার হয়নি। তিনি বলেন, ‘‘ইউরোপের ইস্পাত শিল্প যখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখে, তখন দীর্ঘ দিন ধরে লোকসানে চলা কারখানাটিতে পুঁজি জোগানো সম্ভব নয়। ভবিষ্যতেও সেখানে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না।’’

অন্য দিকে, বিদেশে আরও দুই শাখার ক্ষেত্রে অবশ্য কিছুটা সুখবর দিয়েছে টাটা স্টিল। কোজেন্ট পাওয়ার বিক্রির জন্য জাপানের জেএফই শোজি ট্রেড কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে তারা। সুরাহামার্স ব্রুকস নিজেদের হাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন