রফতানিতে করের টাকা ফেরত শীঘ্র

সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে এ কথা জানিয়েছেন জিএসটিএনের সিইও প্রকাশ কুমার। একই সঙ্গে চেয়ারম্যান অজয় ভূষণ পাণ্ডের দাবি, পোর্টালটির বিভিন্ন সমস্যা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০৩:১২
Share:

গত অগস্ট এবং সেপ্টেম্বরে পণ্য-পরিষেবা কর (জিএসটি) বাবদ জমা দেওয়া টাকা ফেরত পেতে শীঘ্রই আবেদন জানাতে পারবেন রফতানিকারীরা। এ জন্য জিএসটি-র তথ্যুপ্রযুক্তি পরিকাঠামো জিএসটি নেটওয়ার্কে (জিএসটিএন) অনলাইন আবেদন জানানোর বন্দোবস্ত করা হবে এ সপ্তাহের মধ্যেই।

Advertisement

সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে এ কথা জানিয়েছেন জিএসটিএনের সিইও প্রকাশ কুমার। একই সঙ্গে চেয়ারম্যান অজয় ভূষণ পাণ্ডের দাবি, পোর্টালটির বিভিন্ন সমস্যা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। আগামী দিনে এই নেটওয়ার্কে কর ও রিটার্ন জমার মতো কাজগুলি সারা অনেক ঝক্কিহীন এবং মসৃণ হবে বলেই তাঁর দাবি।

গোড়া থেকেই রফতানিকারীদের অভিযোগ, যে সম্মিলিত বা ইন্টিগ্রেটেড জিএসটি (আইজিএসটি) তাঁদের গুনতে হচ্ছে, তা পরে ফেরত মিলছে ঠিকই। কিন্তু তাতে দেরি হওয়ায় আটকে থাকছে টাকা। ফলে কার্যকরী মূলধনে টান পড়ছে। ঘোর অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের। এই অভিযোগের মুখেই গত ১০ অক্টোবর থেকে জুলাইয়ে ওই কর বাবদ জমা দেওয়া টাকা ফেরত পেতে শুরু করেছেন রফতানিকারীরা। এ বার অগস্ট ও সেপ্টেম্বরের আইজিএসটি-র টাকাও দ্রুত ফেরাতে চলতি সপ্তাহে জিএসটিএন পোর্টালে বিশেষ অ্যাপ আনা হবে বলে কুমারের দাবি।

Advertisement

জিএসটি জমানায় কর ও রিটার্ন জমা দিতে গিয়ে হয়রানির কথা বারবার বলেছেন ব্যবসায়ীরা। উঠেছে তা জমার সময়ে পোর্টাল বিগড়ে যাওয়ার কথাও। সেই সমস্ত সমস্যা দূর করার আশ্বাস দিয়েছেন পাণ্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement