চা শিল্পকে ধর্মঘটে না-যেতে কড়া বার্তা মমতার

শনিবার দুপুরে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা যে-কোনও রকম বন্‌ধের বিরুদ্ধে। হাইকোর্টও বন্‌ধকে বেআইনি বলে দিয়েছে। তা ছাড়া শিল্পের ক্ষতি করে ধর্মঘট কেন? বারবার আলোচনা হতে পারে। শ্রমমন্ত্রী আগেই ধর্মঘট না-করার আবেদন জানিয়েছেন। আমিও তাই বলছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০২:৫৮
Share:

রাজ্যে চা বাগানে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ডাকা ১২-১৩ জুনের ধর্মঘট তুলে নিতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শনিবার দুপুরে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা যে-কোনও রকম বন্‌ধের বিরুদ্ধে। হাইকোর্টও বন্‌ধকে বেআইনি বলে দিয়েছে। তা ছাড়া শিল্পের ক্ষতি করে ধর্মঘট কেন? বারবার আলোচনা হতে পারে। শ্রমমন্ত্রী আগেই ধর্মঘট না-করার আবেদন জানিয়েছেন। আমিও তাই বলছি।’’

উল্লেখ্য, শুক্রবার ত্রিপাক্ষিক বৈঠকে হাজির ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। পরে অতিরিক্ত শ্রম কমিশনার পশুপতি ঘোষও লিখিত বিবৃতিতে জানিয়ে দেন, আলোচনার পথে না-হেঁটে ধর্মঘট করলে তা বেআইনি ঘোষিত হবে। বিবৃতিতে বলা হয়েছে ওই বৈঠকে শ্রম কমিশনার ধর্মঘট ২০ জুন পর্যন্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানান। কারণ তার মধ্যে বিষয়টির আপসে রফা হওয়ার সম্ভাবনা আছে।

Advertisement

ধর্মঘট এড়াতে শুক্রবার শ্রম কমিশনারের মধ্যস্থতায় আয়োজিত ওই ত্রিপাক্ষিক বৈঠকে অবশ্য রফাসূত্র বেরোয়নি। এই পরিপ্রেক্ষিতে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ আগেই জানিয়েছিলেন, এ ব্যাপারে মু্খ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁরা চিঠি দিয়েছেন। তাঁর অভিযোগ, ‘‘এখন চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৩২.৫০ টাকা। ন্যূনতম মজুরি ঠিক করতে দু’বছর আগে বিশেষ কমিটি গঠন করেছিল রাজ্য। কিন্তু সেই কমিটি এ ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন