পেমেন্টস ব্যাঙ্কের দৌড়ে নেই টেক মহীন্দ্রা-ও

এ বার পেমেন্টস ব্যাঙ্ক গড়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল টেক মহীন্দ্রাও। গত বছর অগস্টে ভারতে এই ব্যাঙ্ক তৈরির জন্য রিজার্ভ ব্যাঙ্কের প্রাথমিক অনুমোদন পেয়েছিল সংস্থা। টেক মহীন্দ্রার এমডি-সিইও সি পি গুরনানি জানান, সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার সুযোগ থাকলেও, এই ক্ষেত্রে এখন প্রতিযোগিতা অনেক বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০৩:০৯
Share:

এ বার পেমেন্টস ব্যাঙ্ক গড়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল টেক মহীন্দ্রাও।

Advertisement

গত বছর অগস্টে ভারতে এই ব্যাঙ্ক তৈরির জন্য রিজার্ভ ব্যাঙ্কের প্রাথমিক অনুমোদন পেয়েছিল সংস্থা। টেক মহীন্দ্রার এমডি-সিইও সি পি গুরনানি জানান, সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার সুযোগ থাকলেও, এই ক্ষেত্রে এখন প্রতিযোগিতা অনেক বেশি। ফলে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা করা হয়েছিল, অথবা এর মারফত যত দ্রুত লাভের মুখ দেখার সম্ভাবনা ছিল, তা সম্ভব নয় বলেই তাঁর আশঙ্কা। সেই কারণেই পরিচালন পর্ষদ পেমেন্টস ব্যাঙ্ক গড়া নিয়ে নিয়ে আর না-এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, ট়েক মহীন্দ্রা তৃতীয় আবেদনকারী, যারা পেমেন্টস ব্যাঙ্ক তৈরি থেকে সরে দাঁড়ানোর কথা জানাল। এর আগে গত সপ্তাহে একই সিদ্ধান্ত নিয়েছেন সান ফার্মা প্রতিষ্ঠাতা দিলীপ সঙ্ঘভি, আইডিএফসি ব্যাঙ্ক এবং টেলিনর ফিনান্সিয়াল সার্ভিসেসের জোট। দু’মাস আগে একই পথে হেঁটেছে চোলমণ্ডলম গোষ্ঠী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement