কথা থাকল যোগীর, জিএসটি নেই পুজোর সামগ্রীতে

যোগীর কথা রাখলেন মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি ছিল, পুজোর সামগ্রীর দাম কম রাখতে সেগুলির উপর যেন জিএসটি চাপানো না-হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০২:৩১
Share:

যোগীর কথা রাখলেন মোদী।

Advertisement

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি ছিল, পুজোর সামগ্রীর দাম কম রাখতে সেগুলির উপর যেন জিএসটি চাপানো না-হয়। তা-ই হচ্ছে। পুজো, যজ্ঞ ইত্যাদিতে ব্যবহৃত সামগ্রী থাকছে জিএসটি-র বাইরেই। যদিও অর্থ মন্ত্রকের বক্তব্য, ঠিক কোন কোন সামগ্রী এর মধ্যে ধরা হবে, তা এখনও ঠিক হয়নি।

জিএসটি জমানায় আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক থেকে শুরু করে প্রায় সব ওষুধের দাম কমার কথা। অর্থ মন্ত্রকের বক্তব্য, ওষুধে এখন উৎপাদন শুল্ক, ভ্যাট মিলিয়ে ১৩% কর চাপে। জিএসটি-তে তা হবে ১২%। চিকিৎসার উপকরণ, অস্ত্রোপচারের যন্ত্রপাতির উপরেও এখন ১৩% কর চাপে। জিএসটি-তে তা-ও ১২ শতাংশে নেমে আসবে।

Advertisement

জিএসটিতে দাম কমার কথা স্মার্ট ফোনেরও। অর্থ মন্ত্রকের দাবি, এতে ১৩.৫% কর বসে। জিএসটি-তে স্মার্ট ফোনের জন্য কর ১২%। দাম কমবে প্যাকেট-বন্দি সিমেন্টেরও। কারণ, এখন সিমেন্টে ৩১% কর দিতে হয়। তা ২৮ শতাংশে নামবে।

অর্থ মন্ত্রকের দাবি, জিএসটি চালু হলে বিনোদনের অনেক ক্ষেত্রেও খরচ কমবে। যেমন, সিনেমার টিকিটে অনেক রাজ্যই ১০০% বিনোদন কর নেয়। জিএসটি-তে তা নেমে আসছে ২৮ শতাংশে। কেব্‌ল টিভি, ডিটিএইচ পরিষেবায় বিভিন্ন রাজ্যে ১০- ৩০% কর দিতে হয়। তার উপরে লাগে ১৫% পরিষেবা কর। সেখানে জিএসটি-তে ১৮% কর দিতে হবে। সার্কাস, থিয়েটার, নাটক, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্যের অনুষ্ঠানের ক্ষেত্রেও টিকিটের মূল্যের উপর ১৮% জিএসটি গুনতে হবে। ছাড় থাকবে ২৫০ টাকা পর্যন্ত টিকিটে। এ সব ক্ষেত্রে এখন বিনোদন কর দিতে হয়।

সচেতনতা গড়তে: জিএসটি নিয়ে সচেতনতা গড়ে তুলতে জোট বাঁধল কেপিএমজি ও বণিকসভা ফিকি। নতুন করের জন্য শিল্পমহলের কী ভাবে তৈরি হওয়া উচিত, তা নিয়ে বিভিন্ন শহরে রোডশো করবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement