Dollar-Money

চূড়ান্ত হল না আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি, তলিয়ে গেল টাকার দাম

মিরায় অ্যাসেট শেয়ারখান-এর রিসার্চ অ্যানালিস্ট অনুজ চৌধুরীর দাবি, ১ অগস্ট থেকে সব দেশের উপরে শুল্ক বসাবে আমেরিকা। সেই সময়সীমার মুখে এসেও ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়ায় অনিশ্চয়তা গ্রাস করেছে ভারতীয় মুদ্রাকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৮:২৫
Share:

ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম এখন ঐতিহাসিক নীচে। —প্রতীকী চিত্র।

ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়ায় ক’দিনে ধরেই ডলারের সাপেক্ষে দুর্বল ছিল টাকা। বুধবার ধস নামল তার দামে। ভারতীয় মুদ্রাকে টেনে নামিয়ে একলপ্তে ৮৯ পয়সা উঠে গেল ডলার। এক ডলারের দাম পৌঁছে গেল ৮৭.৮০ টাকায়। ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম এখন ঐতিহাসিক নীচে।

মিরায় অ্যাসেট শেয়ারখান-এর রিসার্চ অ্যানালিস্ট অনুজ চৌধুরীর দাবি, ১ অগস্ট থেকে সব দেশের উপরে শুল্ক বসাবে আমেরিকা। সেই সময়সীমার মুখে এসেও ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়ায় অনিশ্চয়তা গ্রাস করেছে ভারতীয় মুদ্রাকে। তার উপর আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে প্রায় ২০-২৫ শতাংশ শুল্ক নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। এর জেরেই ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম তলিয়ে গিয়েছে।

বিশেষজ্ঞদের সকলেরই ধারণা, চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তার ধাক্কায় টাকার দাম আরও নামতে পারে। বিশেষত ট্রাম্প যেহেতু ভারতের উপরে ২৫% এবং তার সঙ্গে জরিমানা বসানোর কথা ঘোষণা করে দিয়েছেন। সেই সঙ্গে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়ছে এবং ভারতের শেয়ার বাজার থেকে লগ্নি তুলে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলি। যা ভারতীয় মুদ্রাকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে। শিল্প থেকে শুরু করে সব মহলই বলছে, ‘‘এখন একমাত্র ভরসা বাণিজ্য চুক্তি। দু’পক্ষের মতপার্থক্য মিটিয়ে চুক্তি পাকা করা গেলে কিছুটা স্বস্তি মিলবে।

এ দিন শেয়ার সূচক সেনসেক্স অবশ্য ১৪৩.৯১ পয়েন্ট উঠে ৮১,৪৮১.৮৬ অঙ্কে থিতু হয়। নিফ্‌টি-ও ৩৩.৯৫ এগিয়ে থামে ২৪,৮৫৫.০৫-এ। তবে বিদেশি লগ্নির প্রস্থান বহাল রয়েছে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, বাজার বন্ধের পরে ট্রাম্পের শুল্ক চেপেছে ভারতের উপরে। বৃহস্পতিবার এর প্রভাবে ধস নামার আশঙ্কা শেয়ার বাজারেও।

এক ঝলকে

ডলারের দাম ৮৯ পয়সা বেড়ে ৮৭.৮০ টাকা।

টাকার নিরিখে ডলার এর আগে এত দামি হয়নি।

গত তিন বছরের মধ্যে ভারতীয় মুদ্রা একদিনে কখনও এতটা পড়েনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন