Gold Price

কলকাতার বাজারে সোনা প্রায় ৯২ হাজার! সূচকের লম্বা লাফে বাজারে ফিরল ৮.৬৭ লক্ষ কোটি

শেয়ারে লগ্নিকারীরা খুশি। আশ্বস্ত সোনায় লগ্নিকারীরাও। তবে বিয়ের গয়নার ক্রেতাদের মাথায় হাত। চিন্তা বাড়ছে গয়না ব্যবসায়ীদেরও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০৭:১৩
Share:

গয়নার সোনার দাম (২২ ক্যারাট, ১০ গ্রাম) ৬৫০ টাকা বেড়ে ৮৪,৬৫০ টাকা। —প্রতীকী চিত্র।

শুল্ক যুদ্ধের আশঙ্কার মধ্যেই টানা দু’দিন উত্থানের মুখ দেখল শেয়ার বাজার। সেই সঙ্গে নতুন শিখরে পা রেখে নজির গড়ল সোনার দামও। এতে শেয়ারে লগ্নিকারীরা খুশি। আশ্বস্ত সোনায় লগ্নিকারীরাও। তবে বিয়ের গয়নার ক্রেতাদের মাথায় হাত। চিন্তা বাড়ছে গয়না ব্যবসায়ীদেরও।

মঙ্গলবার কলকাতায় খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম) পৌঁছেছে ৮৯,০৫০ টাকায়। সোমবারের থেকে ৭০০ টাকা বেশি। গয়নার সোনাও (২২ ক্যারাট, ১০ গ্রাম) ৬৫০ টাকা বেড়ে ৮৪,৬৫০ টাকা। জিএসটি যোগ করে দুই দাম যথাক্রমে ৯১,৭২১.৫ টাকা এবং ৮৭,১৮৯.৫ টাকা। এ দিকে সোমবার খুচরো রুপো কেজিতে ১ লক্ষ টাকা ছুঁয়ে রেকর্ড গড়েছিল। এ দিন কেজিতে রুপোর বাটও ছাড়াল ১ লক্ষের গণ্ডি। বাট ও খুচরোর দাম যথাক্রমে ১,০০,৭০০ ও ১,০০,৮০০ টাকা। কর ধরে আরও বেশি।

অন্য দিকে, সেনসেক্স ১১৩১.৩১ পয়েন্ট বেড়ে হয়েছে ৭৫,৩০১.২৬। নিফ্‌টিও ৩২৫.৫৫ উঠে ২২,৮৩৪.৩০। দু’দিনের উত্থানে বিএসই-র লগ্নিকারীরা ফিরে পেয়েছেন ৮.৬৭ লক্ষ কোটি টাকা। ডলারের সাপেক্ষে উঠেছে টাকার দামও। প্রতি ডলার ২৫ পয়সা কমে হয়েছে ৮৬.৫৬ টাকা।

এনএসই-র কর্ণধার আশিস কুমার চৌহানের বক্তব্য, আন্তর্জাতিক কারণেই সাম্প্রতিক কালে সূচক পড়ছে। এখানে বাজার বরং অনেক বেশি সুশৃঙ্খল। দেশে অধিকাংশ লগ্নিকারীই দীর্ঘ মেয়াদে শেয়ারে পুঁজি ঢালেন। ১১ কোটি লগ্নিকারীর মাত্র ২% রোজ লেনদেন করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন