নিফ্টি ১৪৮ পয়েন্ট উঠে থিতু হয়েছে ২৫,০০১.১৫-এ। —প্রতীকী চিত্র।
ফের ৮২ হাজারের ঘরে পৌঁছল সেনসেক্স। সপ্তাহের প্রথম দিন উঠল ৪৫৫.৩৭ পয়েন্ট। থামল ৮২,১৭৬.৪৫ অঙ্কে। এই নিয়ে টানা দু’টি লেনদেনে সূচকটি বাড়ল ১২২৪.৪৬। এ দিন শেয়ার সূচক নিফ্টি ১৪৮ পয়েন্ট উঠে থিতু হয়েছে ২৫,০০১.১৫-এ।
বিশেষজ্ঞদের দাবি, নানা কারণে কিছুটা ভরসা পেয়েছেন লগ্নিকারীরা। এর মধ্যে রয়েছে—
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘দেশীয় অর্থনীতিতে আদর্শ পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামাঞ্চলে চাহিদা বাড়ছে। স্বাভাবিক বৃষ্টি, সরকারি প্রকল্প দ্রুত শেষ হওয়া, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকার প্রভাব পড়ছে শেয়ার সূচকে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে