শেয়ার ছাড়ার নিয়ম ভাঙলেই জরিমানা

সেবি তার বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছে, যে-সব সংস্থা মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং (এমপিএস) সংক্রান্ত নির্দেশ মানবে না, সেগুলির নাম সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও উল্লেখ থাকবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ০২:১৮
Share:

নথিভুক্ত সংস্থাগুলির জন্য কমপক্ষে ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার নিয়ম ভাঙলেই এ বার থেকে জরিমানা বসাবে সেবি। বাজার নিয়ন্ত্রক জানিয়েছে, এই আইন না-মানলে প্রতিদিন সংশ্লিষ্ট সংস্থাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।

Advertisement

সেবি তার বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছে, যে-সব সংস্থা মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং (এমপিএস) সংক্রান্ত নির্দেশ মানবে না, সেগুলির নাম সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও উল্লেখ থাকবে। জরিমানার নিয়ম স্পষ্ট করে সেবি বলেছে, এ রকম ঘটনা ধরা পড়লে ১৫ দিনের মধ্যে নোটিস পাঠানো হবে সংস্থাকে। এক বছরের বেশি সময় ধরে নিয়ম মানায় গাফিলতি করলে দিনে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হবে। যতদিন না বাজারে ছাড়া শেয়ার অন্তত ২৫ শতাংশ হচ্ছে, ততদিন ওই হারে জরিমানা দিতে হবে নথিভুক্ত সংস্থাটিকে। আইন ভাঙার মেয়াদ কম হবে জরিমানা বে দিনে ৫ হাজার টাকা। এই খাতে আদায় হওয়া অর্থ সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের লগ্নিকারী সুরক্ষা তহবিলে রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্ধনের নতুন ইস্যু। নিয়ম মানতেই শেয়ার ছাড়বে বন্ধন ব্যাঙ্ক। কর্ণধার চন্দ্রশেখর ঘোষ জানান, অগস্ট নাগাদ তা আসতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন