ডানকানের বাগান নিতে আগ্রহপত্রের সময় বাড়ল

ডানকানের ছ’টি বাগানের পরিচালন ভার অধিগ্রহণের জন্য আগ্রহপত্র জমার সময়সীমা বাড়াল টি বোর্ড। আগ্রহপত্র চাওয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত যোগ করতেই এই সিদ্ধান্ত বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ০২:১৫
Share:

ডানকানের ছ’টি বাগানের পরিচালন ভার অধিগ্রহণের জন্য আগ্রহপত্র জমার সময়সীমা বাড়াল টি বোর্ড। আগ্রহপত্র চাওয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত যোগ করতেই এই সিদ্ধান্ত বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

Advertisement

ডানকানের ৭টি ‘সঙ্কটজনক’ বাগানের পরিচালনভার নতুন কারও হাতে তুলে দিতে জানুয়ারিতে টি বোর্ডকে দায়িত্ব দিয়েছিল বাণিজ্য মন্ত্রক। এ নিয়ে আদালতে যায় ডানকান গোষ্ঠী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সম্প্রতি নির্দেশ দিয়েছে, আগ্রহপত্র চাওয়ার প্রক্রিয়া চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া বাগানের পরিচালনভার হস্তান্তর করা যাবে না।

বিআইএফআরের বাইরে থাকায় ওই ৭টির মধ্যে ডিমডিমা বাগানটির জন্য আগেই আগ্রহপত্র চায় টি বোর্ড। সেই মতো বেশ কয়েকটি সংস্থা তা জমাও দিয়েছে। বোর্ড সূত্রের খবর, সেগুলির মূল্যায়নের কাজ চলছে।

Advertisement

দ্বিতীয় ধাপে বাকি ছ’টি বাগানের (বীরপাড়া, গরগণ্ডা, লঙ্কাপাড়া, তুলসী-পাড়া, হান্টাপাড়া ও ঝুমচিপাড়া) প্রতিটির জন্য আগ্রহপত্র চেয়েছিল বোর্ড। মঙ্গলবারই ছিল তা জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তার এক দিন আগে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বোর্ড জানিয়েছে, শেষ দিন ২৬ এপ্রিল। আর্থিক-সহ সংশোধিত অন্য নিয়মকানুন প্রকাশ করা হবে আগামী ১৫ এপ্রিল।

যদিও সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, সময়-সীমা শেষ হওয়ার মাত্র এক দিন আগে কেন এই সিদ্ধান্ত? এ নিয়ে স্পষ্ট করে টি বোর্ড বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, নতুন কিছু শর্ত আগ্রহপত্রে জুড়তেই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, আগ্রহপত্র জমা দেওয়ার আগে বোর্ডের সঙ্গে বৈঠকে আগ্রহী অনেক সংস্থাই বাগান ঘুরে দেখার আবেদন জানায়। সেই মতো, কয়েকটি বাগান পরিদর্শনও করেন প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সূত্রের মতে, সব দিক বিবেচনা করেই বাড়তি সময় দিল টি বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন